ঘরের ভিতর জাত গোখরো!

ঘর মুছতে গিয়ে আলমারির পিছনে হাত গিয়েছে কী ব্যস্। এক ছোবলেই ছবি। কারণ ঘরের ভিতর যে জাত গোখরো ! ভোররাতে দরজায় মৃদু ধাক্কার শব্দ পান গৃহকর্তা । অতিথিকে দেখেই চোখ কপালে। দরজার ওপারে ফণা তুলে দাঁড়িয়ে গোখরো। লাফ দিয়ে বিছানায় উঠে পড়েন গৃহকর্তা। অতিথিও ঘরের ভিতর ঢুকে আলমারির পিছনে সেঁধিয়ে যায়। আজ ভোর চারটে নাগাদ বানারহাটে সহদেব দাসের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘুম উড়ে যায় পরিবারের। ভোরের আলো ফুটতেই খবর দেওয়া হয় ধূপগুড়ির একটি পরিবেশপ্রেমী সংস্থাকে। ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা এসে গোখরোটিকে উদ্ধার করেন।

Updated By: May 16, 2017, 06:02 PM IST
ঘরের ভিতর জাত গোখরো!

ওয়েব ডেস্ক: ঘর মুছতে গিয়ে আলমারির পিছনে হাত গিয়েছে কী ব্যস্। এক ছোবলেই ছবি। কারণ ঘরের ভিতর যে জাত গোখরো ! ভোররাতে দরজায় মৃদু ধাক্কার শব্দ পান গৃহকর্তা । অতিথিকে দেখেই চোখ কপালে। দরজার ওপারে ফণা তুলে দাঁড়িয়ে গোখরো। লাফ দিয়ে বিছানায় উঠে পড়েন গৃহকর্তা। অতিথিও ঘরের ভিতর ঢুকে আলমারির পিছনে সেঁধিয়ে যায়। আজ ভোর চারটে নাগাদ বানারহাটে সহদেব দাসের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘুম উড়ে যায় পরিবারের। ভোরের আলো ফুটতেই খবর দেওয়া হয় ধূপগুড়ির একটি পরিবেশপ্রেমী সংস্থাকে। ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা এসে গোখরোটিকে উদ্ধার করেন।

কবে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে? নিজেই জানালেন রাহুল

.