লুকিয়ে ধূমপান করতে গিয়ে অগ্নিদগ্ধ ৩ যুবক
বাবা বাড়ি নেই, লুকিয়ে সিগারেট খেতে গিয়ে বিপত্তি।
নিজস্ব প্রতিবেদন: লুকিয়ে সিগারেট খেতে গিয়ে অগ্নিদগ্ধ ৩ যুবক। ঘটনাটি ঘটেছে ধূপগুড়িতে। তাঁদের চিকিত্সা চলছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে, গ্যারেজের পেট্রোল থেকে আগুন ছড়িয়ে পড়েছিল।
বন্ধুর বাবা বাড়িতে নেই। সেই সুযোগেই গ্যারাজে ধূমপান করছিলেন তিন যুবক। গ্যারেজে ছিল পেট্রোল। তা থেকেই সম্ভবত আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ ৩ যুবককে পাঠানো হয় ধূপগুড়ি হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিত্সার পর তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চলছে অগ্নিদগ্ধদের চিকিত্সা।
আরও পড়ুন- ওয়াই থেকে জেড, বাড়ল কেষ্টর নিরাপত্তা
পুলিশ সুত্রে খবর, ১৯ বছরের বিশাল চন্দের বাড়িতে গিয়েছিলেন রাজা দাস (১৯) ও দেবাশিস মণ্ডল (২০)। রাজার বাড়ি জলপাইগুড়িতে। ধূপগুড়ি থানার আই সি সঞ্জয় দত্ত জানান, সিগারেটের অবশিষ্টাংশ কোনওক্রমে পেট্রোলে আগুন ধরিয়ে দেয়।