Theif Steat Kiss: জিনিসপত্র না পেয়ে হতাশ! গৃহিণীকে চুমু দিয়ে পালাল চোর...
Viral News: আজব কাণ্ড! ঘরে কিছু না পেয়ে গৃহিনীকে চুমু খেয়ে পালাল চোর। যুবকটির বিরুদ্ধে যৌন হেনস্থা এবং ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে নেমে চোরকে ধরে ফেলে পুলিস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাতের অন্ধকারে চুরি করতে এক বাড়িতে ঢোকে চোর। উদ্দেশ্য ছিল টাকা-পয়সা, জিনিসপত্র চুরি করার। সেই সময় বাড়িতে একাই ছিলেন বাড়ির মালকিন। কিছু না পেয়ে শেষে 'চুমু চুরি' করে নিয়ে গেল সে। মহারাষ্ট্রের মুম্বইয়ে ঘটনাটি ঘটে। কয়েক ঘণ্টার মধ্যে সেই চোরকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন- Udit Narayan: উদিত নারায়ণের অ্যাপার্টমেন্টে বিধ্বংসী আগুন, মৃত ১, কেমন আছেন গায়ক?
ঘটনাটির ঘটেছে মুম্বইয়ের মালাডে। মহিলার বয়ান অনুযায়ী জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডে গত ৩ জানুয়ারি। ঘরে ঢুকেই ৩৮ বছর বয়সি মহিলার মুখ বেঁধে ফেলে সেই চোর। এরপর ওই মহিলার কাছে গয়না, টাকা, মোবাইল ফোন এবং এটিএম কার্ড দাবি করলে তিনি জানান এসব কিছুই নেই তাঁর কাছে।
অবশেষে কিছু না পেয়ে ফিরে যাওয়ার আগে সেই মহিলাকে চুম্বন দিয়ে যায় ওই চোর। চোরের এমন আচরণে হতভম্ব হয়ে যান তিনি। এই বিষয়ে পরদিন সকালে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিস।
আরও পড়ুন- Rubel-Sweta Wedding: জানুয়ারিতেই বিয়ে, আমন্ত্রণপত্রে শ্বেতার সিঁথিতে সিঁদুর রুবেলের! ভাইরাল কার্ড...
ঘটনার তদন্তে নেমে পুলিস আরও জানতে পারে যে, অভিযুক্ত যুবক ওই মহিলারই এক প্রতিবেশী। ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, নিজের পরিবারের সঙ্গেই থাকে এই কর্মহীন যুবক। পুর্বের কোনও অপরাধের রেকর্ড নেই তাঁর। যুবকটির বিরুদ্ধে যৌন হেনস্থা এবং ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে চুরির উদ্দেশ্যেই সে এসেছিল নাকি অন্য কোনও মতলব ছিল তাঁর? সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিস।
গোটা বিষয়ের তদন্তে করে শেষ পর্যন্ত সতর্কবার্তা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে খবর। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। বিষয়টিকে লঘু করে দেখা উচিত নয় বলে মত তাঁদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)