বাসে ভাঙচুর করে আগুন, রেল অবরোধ, বিজেপির বনধে সকাল থেকেই অশান্তির আঁচ
ইসলামপুরকাণ্ডের প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধে যে অশান্তি ছড়াতে পারে, তা আগেই আঁচ করতে পেরেছিল রাজ্য সরকার।
নিজস্ব প্রতিবেদন: আশঙ্কা কিছুটা সত্যি হল। বিজেপির ডাকা বনধের ভোর থেকেই পাওয়া গেল অশান্তির আঁচ। পশ্চিম মেদিনীপুর শহরে দুটি সরকারি বাসে ভাঙচুরের অভিযোগ উঠল। বোমা মেরে চলে আগুন ধরানোর চেষ্টাও। অন্যদিকে শিয়ালদার দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে কলাপাতা ফেলে বিক্ষোভ, ট্রেন অবরোধ। বিঘ্নিত রেল চলাচল।
এ যেন ক্ষমতা প্রদর্শনের লড়াই! ইসলামপুরকাণ্ডের প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধে যে অশান্তি ছড়াতে পারে, তা আগেই আঁচ করতে পেরেছিল রাজ্য সরকার। সেবিষয়ে আগেভাগেই কড়া পদক্ষেপ করেছে সরকার। রাস্তায় বাড়ানো হয়েছে পুলিস ফোর্স, বনধ ব্যর্থ করতে যাত্রী পরিষেবার বাড়ানো হয়েছে বাস, ট্রেন, জলযান। কথায় বলে না, ‘Morning Shows the Day’। বনধের আজকে রাজ্যের চিত্রটা ঠিক কী হতে পারে, তার আভাস পাওয়া গেল সাতসকালেই।
ঘড়ির কাঁটা ছ’টা ছোঁয়ার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। মেদিনীপুর শহরে দুটি সরকারি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সিপাইবাজার ও আবাসে পৃথক ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রেই বাসে ভাঙচুরের পর পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চলে। জানা গিয়েছে, একটি বাস কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল, অপরটি যাচ্ছিল বহরমপুর। যাত্রীরা আতঙ্কিত পড়েন। তবে কেউ আহত হননি।
কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে তৃণমূল বিজেপি বচসা। বাস আটকে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।
আসানসোলের নিয়ামতপুরে পুলিশের লাঠিচার্জ। বিজেপি কর্মীরা টায়ার জ্ব্বালিয়ে অবরোধ করছিল। অবরোধ হঠাতেই পুলিসের লাঠিচার্জ।
আসানসোলের বার্নপুরে পুলিস অবরোধকারীদের সরাতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিসের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়।
খড়্গপুরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে অবরোধকারীদের লাঠিচার্জ করে হঠিয়ে দিল পুলিস। বেশ কয়েকজন আহত হয়েছেন।
ট্রেন আটকাতে হুগলির মগরায় রেললাইনে আগুন
বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পালসিটে অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।
অন্যদিকে, সরকারি বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে কোচবিহারের বেশ কিছু জায়গায়। কোচবিহারের নিউটাউন এলাকায় ২টি সরকারি বাসে ভাঙচুর চলে। পুলিস প্রহরা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে।
হাওড়ার টিকিয়াপাড়ায় দুটি বাসে ভাঙচুর চালানো হয়।
উত্তর দিনাজপুরের ইসলামপুরের কলেজ মোড়ে সরকারি বাসে ভাঙচুর।
মহিষাদলে বিজেপি-তৃণমূল সংঘর্ষ।
দুর্গাপুরে পুলিসের সামনেই তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
অন্যদিকে, শিয়ালদার দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেল চলাচল বিঘ্নিত। ওভারহেডের তারে কলাপাতা ফেলে চলে বিক্ষোভ। ডায়মন্ডহারবার শাখাতেও বিঘ্নিন রেল পরিষেবা। শেষ পাওয়া খবর অনুযায়ী, হাওড়া স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক। লোকাল ও দূরপাল্লার ট্রেন এখনও পর্যন্ত ঠিক সময়ে ছাড়ছে বলে খবর।
- খড়গপুর শাখার ফুলেশ্বরে চলছে রেল অবরোধ
- শিয়ালদা মেন লাইনের ইছাপুরে সকালে রেল অবরোধ থাকলেও পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
- হুগলির কোন্নগরে চলছে রেল অবরোধ
_ কালনার ভাণ্ডারটিকুরি স্টেশনে চলছে রেল অবরোধ
_ হাওড়া-বর্ধমান মেন লাইন শাখায় হুগলির বৈঁচিতে ওভারহেডের তারে কলাপাতা দিয়ে ট্রেন অবরোধ