রায়গঞ্জে শুটআউট, বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতীদের
কুমারডাঙ্গি থেকে খানিকটা গেলেই বিহার। পুলিসের অনুমান ভিন রাজ্য থেকে এসে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।
নিজস্ব প্রতিবেদন : সাতসকালে রায়গঞ্জে শুটআউট। কুমারডাঙ্গির জনবহুল পাড়ায় বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করল দুষ্কৃতীরা। জখম ব্যবসায়ীকে প্রথমে রায়গঞ্জ হাসপাতাল পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ব্যক্তিগত শত্রুতা নাকি হামলার পিছনে অন্য কোনও কারণ রয়েছে। তা তদন্ত করে দেখছে পুলিস।
সকালে বাড়িতে ঘুমোচ্ছিলেন প্রকাশ আগরওয়াল। প্রকাশ আগরওয়ালের বাবা গোয়ালে গরুকে খাবার দিচ্ছিলেন। সেইসময় বাড়িত ঢুকে হামলা চালায় জনা ছয়েক দুষ্কৃতী। প্রথমে প্রকাশ আগরওয়ালের বাবাকে বেধড়ক মারধর শুরু করে দুষ্কৃতীরা। বাবার চিত্কারে ঘর থেকে বেরিয়ে আসেন প্রকাশ। বাবাকে বাঁচাতে যান। তখনই দুষ্কৃতীরা প্রকাশকে গুলি চালিয়ে চম্পট দেয়। গুলিবিদ্ধ অবস্থাতেই প্রকাশ দুষ্কৃতীদের পিছনে তাড়া করেন। কিন্তু কিছুদুর ছুটে গিয়েই পড়ে যান।
আরও পড়ুন, দেবাঞ্জন খুনে ধৃত প্রিন্সের ১৪ দিনের জেল হেফাজত, ভয়েস ডেটা রেকর্ডার সংগ্রহ করল ফরেনসিক
গুলিবিদ্ধ প্রকাশকে প্রথমে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। কুমারডাঙ্গি থেকে খানিকটা গেলেই বিহার। পুলিসের অনুমান ভিন রাজ্য থেকে এসে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস।