পুজোর মুখে আসানসোলে গুলি! ইসিএল কর্মীকে খুঁজে না পেয়ে বাড়িতে দুষ্কৃতী হামলা

মেলার মাঠে খোঁজ না পেয়ে তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা।

Updated By: Oct 3, 2019, 07:54 AM IST
পুজোর মুখে আসানসোলে গুলি! ইসিএল কর্মীকে খুঁজে না পেয়ে বাড়িতে দুষ্কৃতী হামলা

নিজস্ব প্রতিবেদন : পুজোর মুখে আসানসোলে ফের গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়াল কুলটি থানার চিনাকুড়ি এলাকায়। বুধবার রাত আটটা নাগাদ চিনাকুড়িতে ১/২ নম্বরে দুর্গাপুজো উপলক্ষ্যে মেলা বসে। মেলার মাঠ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুলি চালাল দুষ্কৃতীরা। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।  

 

প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার রাত আটটা নাগাদ তিনজন দুষ্কৃতী একটি বাইকে চেপে এসে ইসিএল কর্মী রামাশীষ যাদবের খোঁজ করে। মেলার মাঠে খোঁজ না পেয়ে তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। সেই সময় তিনি বাড়িতে না থাকায় তাঁর স্ত্রী দরজা খোলেন নি। এরপর বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু তা না পেরে শেষপর্যন্ত  শূন্যে এক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

আরও পড়ুন - যাদবপুর কাণ্ডের জের, বর্ধমানে আক্রান্ত দেবাঞ্জন ও তাঁর বান্ধবী!

কুলটি বিধানসভা এলাকার বড় পুজোগুলির মধ্যে অন্যতম চিনাকুড়ির পুজো। জাঁকজমক করে মেলা বসে পুজোর সময়। কিন্তু পুজোর মুখে এই ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

 

.