বর্ধমানে আড়াইশো বছরের প্রাচীন মন্দিরে উদ্ধার টুকরো টুকরো শিবলিঙ্গ, চাঞ্চল্য
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, মূর্তিটি পড়ে গিয়ে ভেঙে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : মন্দিরের ভিতর ভাঙা অবস্থায় পড়ে শিবলিঙ্গ। এই ছবি সামনে আসতেই চাঞ্চল্য ছড়াল বর্ধমানের কাঞ্চননগরে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিসে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, পড়ে গিয়ে ভেঙে গিয়েছে ওই মূর্তিটি।
কাঞ্চননগরে অবস্থিত ওই মন্দিরটি বহু পুরনো। প্রায় আড়াইশো বছরের পুরনো ওই মন্দিরে বহু প্রাচীন পাথরের তৈরি একটি শিবলঙ্গি ছিল। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সেই শিবলিঙ্গটি। মন্দিরের ভিতর টুকরো টুকরো অবস্থায় পড়ে রয়েছে সেটি। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন, জলাশয় ঘিরে রেখে কচুরিপানার তলা থেকে টেনে বের করে পাচারকারীদের গ্রেফতার করল BSF
আরও পড়ুন, যুবতীর উপর কাঁচি হাতে হামলা যুবকের, বেলুড় স্টেশনে নিত্যযাত্রীদের চোখের সামনে ভয়ঙ্কর ঘটনা!
খবর পেয়ে আসে পুলিসও। ঘটনার তদন্ত শুরু করে পুলিস। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, মূর্তিটি পড়ে গিয়ে ভেঙে গিয়েছে।