Bardhaman: শীত পড়েছে কিন্তু নতুন গুড়ের স্বাদ কি পাবে বাঙালি? শিউলিদের জীবনে তো কোনও নতুন নেই...

Bardhaman: ভোজনরসিক বাঙালির পছন্দের খাদ্যতালিকার প্রথম দিকেই স্থান পায় নতুন গুড় বা নলেন গুড় বা সেই গুড়ের পাটালি। পাশাপাশি এই গুড় দিয়ে তৈরি হয় সব রকমারি সুস্বাদু খাবার। সেসবেরও খুব কদর বাঙালি রসনায়।

Updated By: Dec 2, 2024, 08:08 PM IST
Bardhaman: শীত পড়েছে কিন্তু নতুন গুড়ের স্বাদ কি পাবে বাঙালি? শিউলিদের জীবনে তো কোনও নতুন নেই...

পার্থ চৌধুরী: নরেন্দ্রনাথ মিত্রের রস গল্পটি বাংলাসাহিত্যে বিখ্যাত। এই গল্প নিয়ে বিভিন্ন ভাষায় একাধিক ছবি তৈরি হয়েছে। সবচেয়ে বিখ্যাত সম্ভবত অমিতাভ বচ্চন, নূতন, পদ্মা খান্না অভিনীত ছবিটি। এই ছবিতে একজন শিউলি (পাশি)-র ভূমিকায় অভিনয় করে প্রথম জাতীয় পুরস্কার পেয়েছিলেন অমিতাভ। কিন্তু সে তো ছবির সাফল্য, অভিনয়শিল্পের স্বীকৃতি। কিন্তু বাস্তবে শিউলিদের জীবন আজও বদলায়নি। বরং তাঁদের সমস্যা আরও বেড়েছে।

আরও পড়ুন: WATCH: দুঃসহ! শিলার উপর ধ্যানস্থ সুন্দরী অভিনেত্রীকে এসে ছোবল মারল সমুদ্রের বিশাল ফনা, তারপর...

ভোজনরসিক বাঙালির পছন্দের খাদ্যতালিকার প্রথম দিকেই স্থান পায় নতুন গুড় বা নলেন গুড় বা সেই গুড়ের পাটালি। পাশাপাশি এই গুড় দিয়ে তৈরি হয় সব রকমারি সুস্বাদু খাবার। সেসবেরও খুব কদর বাঙালি রসনায়। আর তাই শীত পড়লেই বাড়ে নলেন গুড়ের চাহিদা। এবারও সেই ছবি। এখন তাই কাজে ব্যস্ত পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মানকরের শিউলিরা। কোথাও কোথাও যাঁদের পাশি বলা হয়।

এবারেও শীত আসতে না আসতেই বাঙালিদের পছন্দের নলেন গুড়ের চাহিদা আকাশছোঁয়া হয়ে উঠেছে। বাজারে কোথাও কোথাও এসেও গিয়েছে নলেনগুড়। কোথাও কোথাও জিরেন কাঠের গুড়ও। গুসকরা থেকে দুর্গাপুর যাওয়ার রাজ্য সড়কের দু'ধারে থাকা অসংখ্য খেজুর গাছ নলেন গুড়ের তৈরির জায়গা। নদীয়া জেলা থেকে আসা শিউলিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তৈরি করছেন খাঁটি খেজুর গুড়। এগুলি পূর্ব বর্ধমান জেলা, এমনকি ভিন জেলার বিভিন্ন প্রান্তের চাহিদা পূরণ করছে। এখানকার গুড়ের বিশেষ স্বাদ এবং গুণমানের জন্য এর খ্যাতি ছড়িয়ে পড়েছে জেলাশহর থেকে দূর মফসসল পর্যন্ত।

গুড় প্রস্তুতকারী একজন জানান, তাঁরা শীত পড়ার প্রায় একমাস আগে থেকে এসে গাছ পরিষ্কার করে যান। শীত পড়তেই শুরু হয় গাছ থেকে রস সংগ্রহ। বাজারে গুড়ের চাহিদা বেশি থাকায় তীব্র ব্যস্ততায় সময়মতো খাওয়া-দাওয়া হয়ে ওঠে না তাঁদের। তবুও, এটিই তাঁদের জীবন-জীবিকার অন্যতম মাধ্যম। ক্রেতাদের মতে, এই অঞ্চলের গুড়ের স্বাদ অন্য জায়গার তুলনায় অনেকটাই ভাল।

আরও পড়ুন: Football Stadium Stampede: ম্যাচ চলাকালীন দর্শকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ! অসংখ্য দেহ পড়ে মাঠের বাইরে, রাস্তায়...

নলেন গুড়ের উৎপাদন শুধু গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করছে না, নদীয়ার শিউলিদের কর্মব্যস্ত জীবনকে অন্য মাত্রা দিচ্ছে। শীতের আবহে গুড় তৈরির এই ঐতিহ্য বাংলা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.