মুক্তি চান তৃণমূল বিধায়ক, ফেসবুক পোস্ট ঘিরে জোর জল্পনা
যদিও এবিষয়ে বিধায়কদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান করোনা পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তাই সেই অভিব্যক্তির কথাই লিখেছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: আবারও বারকপুরের বিধায়ক শীলভদ্রের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক। ফেসবুকে লিখেছেন, মুক্তির সন্ধানে তিনি ।
তৃণমূল অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, ব্লক স্তরের জেলায় রদবদল নিয়ে রাজ্যসভার সাংসদের সঙ্গে এক প্রকার কথা কাটাকাটি হয় তাঁর। এরপরই তাঁর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয় ।
যদিও এবিষয়ে বিধায়কদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান করোনা পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তাই সেই অভিব্যক্তির কথাই লিখেছেন তিনি।
আরও পড়ুন: "কী পাব নয়, কী দেব সেটাই ভাবুন" ভার্চুয়াল বৈঠকে যুবযোদ্ধাদের একগুচ্ছ টিপস অভিষেকের
কয়েকদিন আগেই তাঁকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছিল। মুকুল ঘনিষ্ঠ হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল হয়তো শুভ্রাংশু রায়ের সঙ্গেই বিজেপিতে যোগ দেবেন তিনি । যদিও নিজেই ফেসবুকে পোস্ট করে জল্পনার জল ঢালেন । স্পষ্ট জানিয়েছিলেন, “বিজেপিতে যাচ্ছেন না তিনি, তৃণমূলের থাকছেন।”