Suvendu Adhikari: 'প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন হাসিনা, বিমানবন্দর থেকে স্যালুট করে নিয়ে যেতে হবে', ইউনূসকে তোপ শুভেন্দুর

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী এদিন বলেন, আমাদের ১৭ হাজার সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে নিরাপত্তা দিয়েছি। আমাদের দেশ দলাই লামাকে নিরাপত্তা দিয়েছে। ভারত এটা করে

Updated By: Dec 10, 2024, 03:56 PM IST
Suvendu Adhikari: 'প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন হাসিনা, বিমানবন্দর থেকে স্যালুট করে নিয়ে যেতে হবে', ইউনূসকে তোপ শুভেন্দুর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনাকে দেশছাড়া করার পর সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে। ভারত বিরোধিতা ক্রমশ বাড়ছে পদ্মাপাড়ে। এরকমই এক পরিস্থিতিতে শেখ হাসিনার হয়ে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় ভারতে আশ্রয় গ্রহণকারী শেখ হাসিনা একদিন বাংলাদেশে ফিরবেন বলেও তিনি বলেন।

আরও পড়ুন-বাংলাদেশে বাতিল 'জয় বাংলা' স্লোগান! শেখ মুজিবকে মুছে ফেলতে চাইছে ইউনূস সরকার...

সনাতনিদের নিয়ে আজ একটি বিক্ষোভ সমাবেশ ছিল নদিয়ার ঘোজাডাঙ্গা সীমান্তে। সেখানেই শুভেন্দু অধিকারী তোপ দাগের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। বিরোধী দলনেতা বলেন, শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। বাকীরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাঁকে স্যালুট করে নিয়ে যেতে হবে।

শুভেন্দু অধিকারী এদিন বলেন, আমাদের ১৭ হাজার সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে নিরাপত্তা দিয়েছি। আমাদের দেশ দলাই লামাকে নিরাপত্তা দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামবেন। স্যালুট করে তাঁকে নিয়ে যেতে হবে।

এদিন ঘোজাডাঙ্গা সীমান্তে শুভেন্দু অধিকারী আরও বলেন, বাংলাদেশে চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে। বেছে বেছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে। হিন্দুদের মন্দির, দোকান, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এদের থামানো তো দূরের কথা, মদত দিচ্ছে মহম্মদ ইউনূস সরকার।  অথচ বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল। ভারত পণ্য না পাঠালে ভাত-কাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আঁধারে ডুববে বাংলাদেশ। কীভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। হাসিমারায় ৪০টি যুদ্ধবিমান রয়েছে। দুটি যুদ্ধবিমান পাঠালেই কাজ হয়ে যাবে। চিন্ময় প্রভু মাথা নত করেননি। সন্ন্যাসীদের দেখে অস্তিত্ব রক্ষার লড়াই শিখুন। এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। এই লড়াই ধর্মরক্ষার লড়াই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.