Sever Heatwave: গত ৫০ বছরে এত দীর্ঘস্থায়ী অস্বস্তিকর গরম আগে কখনও দেখেনি কলকাতা...
গরম পড়তে না পড়তেই শুরু তাপপ্রবাহ। বৈশাখ পড়তে না পড়তেই তাপপ্রবাহের কবলে পড়েছে বাংলা। আজ সকালের আবহাওয়ায় বলা হয়েছে, আজ, রবিবার ৪১ ডিগ্রি স্পর্শ করতে পারে কলকাতার পারদ। বেলা ৩টে নাগাদ শহরে বইতে পারে লু। দিনের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের থেকে ৫.৫ ডিগ্রি বেশি থাকার আশঙ্কা। আজও তাপপ্রবাহের কবলে পড়বে কলকাতা।
সন্দীপ প্রামাণিক: গত ৫০ বছরে এপ্রিলে কলকাতাতে আবহাওয়ার চরম অবস্থা এতদিন দীর্ঘস্থায়ী হয়নি। আগামী ২১ থেকে ২৩ তারিখ তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমলেও অস্বস্তি একই থাকবে।
পাশাপাশি দক্ষিণবঙ্গের, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই সব এলাকায় সিভিয়ার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলী বাদ দিয়ে বাদবাকি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
এছাড়া এই তাপপ্রবাহের সতর্কতা মালদা ও দুই দিনাজপুরেও রয়েছে। ২২ এবং ২৩ তারিখে দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে তাপমাত্রা বিশেষ কমবে না।
কলকাতায় সাময়িক তাপমাত্রা কমলেও আগামী ২৪ এবং ২৫ তারিখ ফের বাড়বে। কলকাতাতে তাপমাত্রা গড়ে স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। গত অর্ধ শতাব্দীতে এতটা দীর্ঘস্থায়ী গরম এপ্রিলে দেখা যায়নি।
১৯৮০ এর এপ্রিলে একবার ৪১.৭ ডিগ্রি, ২০১৩- তে একদিন ৪১ ডিগ্রি এবং ২০১৬ তেও চরম তাপমাত্রা দেখা গেলেও এতটা দীর্ঘমেয়াদে গরম অনুভব করা যায়নি। আগামী এক সপ্তাহ একই অস্বস্তি থাকবে শহরে।
আরও পড়ুন: Malbazar: ক'দিন পরেই এখানে ভোট, তার আগে হঠাৎই এলাকায় হাতির 'আবির্ভাব'...
গরম পড়তে না পড়তেই শুরু তাপপ্রবাহ। বৈশাখ পড়তে না পড়তেই তাপপ্রবাহের কবলে পড়েছে বাংলা। আজ সকালের আবহাওয়ায় বলা হয়েছে, আজ, রবিবার ৪১ ডিগ্রি স্পর্শ করতে পারে কলকাতার পারদ। বেলা ৩টে নাগাদ শহরে বইতে পারে লু। দিনের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের থেকে ৫.৫ ডিগ্রি বেশি থাকার আশঙ্কা। আজও তাপপ্রবাহের কবলে পড়বে কলকাতা।
এমনিতেই দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। ছয় জেলায় চরম বা সিভিয়ার তাপপ্রবাহ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলিতে চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা রয়েছে আজ বিকেল ৫ টা পর্যন্ত। এই পরিস্থিতিতে পুরুলিয়া ও বাঁকুড়ায় আজ সকাল থেকেই অসহ্য পরিস্থিতি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)