দেওয়াল উঠছে মুকুল-শুভ্রাংশুর মধ্যে

Updated By: Nov 6, 2017, 09:09 PM IST
দেওয়াল উঠছে মুকুল-শুভ্রাংশুর মধ্যে

নিজস্ব প্রতিবেদন: এক ছাদের তলায় থাকলেও ঘর আলাদা হচ্ছে পিতা-পুত্রের। দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনার অবসান ঘটিয়ে ৩ নভেম্বর বিজেপি-তে যোগ দিয়েছেন 'পিতা' মুকুল। সে দিনই অবশ্য 'পুত্র' শুভ্রাংশু জানিয়ে দিয়েছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলেই রয়েছেন এবং থাকবেন। বরং এক পা এগিয়ে জানিয়ে দেন যে, বাবার পদক্ষেপকে তিনি সমর্থন করছেন না। আর আজ কলকাতায় ফিরে বিজেপি কর্মীদের উচ্ছ্বাসে আতিথিয়তায় 'আপ্লুত' মুকুল জানিয়ে দিলেন, কাঁচরাপাড়ার বাড়িতে অচিরেই অফিসঘর আলাদা হতে চলেছে বাবা-ছেলের। কিন্তু কেন? মুকুলের ছোট্ট জবাব, "দুটো আলাদা দল। ফলে, অফিসঘর তো আলাদা হতেই হবে"।

বিজেপিতে আনুষ্ঠানিক যোগদানের পর আজ রাতেই প্রথম দেখা হতে চলেছে তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় ও সদ্য বিজেপি নেতা হয়ে যাওয়া মুকুল রায়ের। কাঁচরাপাড়ার পৈতৃক ভিটেতে এতদিন একটাই অফিসঘর ছিল বাবা-ছেলের। সে সময় মুকুল তৃণমূলের সাংসদ এবং শুভ্রাংশু সেই জোড়াফুলেরই বিধায়ক। ফলে, বাবা-ছেলের অভিন্ন দরবারে ভিড় জমাতেন সাহায্যপ্রার্থী থেকে অনুগামীরা সকলেই। কিন্তু সেদিন তো আর নেই। দু'জনের দুই পথ আজ আলাদা। আর তাই চাই আলাদা ঘর। মাথার উপরের ছাদ অটুট থাকলেও খুব শীঘ্রই দেওয়াল উঠতে চলেছে বাবা-ছেলের মধ্যে। আরও পড়ুন- নাম না করে নেত্রীকে 'ডেঙ্গি হুলে বিঁধলেন' মুকুল

.