Malda Decoity: ফের সোনার দোকানে ডাকাতি! দুষ্কৃতীদের হাতে খুন সিভিক ভলান্টিয়ার, গুলিবিদ্ধ ৩
প্রথমে বোমাবাজি, তারপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এলাকায় আতঙ্ক। ডাকাত ধরতে নাকা চেকিং শুরু করেছে পুলিস।
রণজয় সিংহ: ভরসন্ধেয় ফের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। চলল গুলি, বোমা! দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার। গুলিবিদ্ধ হলেন দোকান মালিক-সহ আরও ৩ জন। ব্যারাকপুরের পর এবার মালদহ।
স্থানীয় সূত্রের খবর, চাঁচোলের মালতীপুরে দুর্গা মন্দিরে পাশেই ‘সেন জুয়েলার্স ’। দোকানের মালিক গৌতম সেন। চাঁচলেই থাকেন তিনি। ঘড়িতে সাড়ে সাড়ে সাতটা। সন্ধ্যায় বাইকে চেপে ওই সোনার দোকানে সামনে হাজির আটজনের ডাকাত দল।
তারপর? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে বোমাবাজি, তারপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন দোকান মালিক, দোকানের এক কর্মী, এমনকী একজন ক্রেতাও! এরপর দোকানে ঢুকে নগদ টাকা, সোনা ও রূপা গয়না লুঠ করে চম্পট দেয় ডাকাত।
আরও পড়ুন: বাবাকে ভোটে জেতাতে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছিল ছেলে, মৃত্যু ট্রেন দুর্ঘটনায়!
এদিকে খবর ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন চাঁচল থানার সিভিক ভলান্টিয়ার মমিনুল হক। বাঁধা দেওয়ার চেষ্টা করলে, তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের। আহতেরা ভর্তি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। বিশাল পুলিসবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু। দুষ্কৃতীদের ধরতে এলাকায় নাকা চেকিং শুরু করেছে পুলিস।
ব্যবধান মাত্র একমাসে। ভরসন্ধেয় একই কায়দার ডাকাতির ঘটনা ঘটেছিল ব্যারাকপুরের একটি সোনার দোকানে। সেবার গুলিবিদ্ধ প্রাণ গিয়েছিল দোকান মালিকের ছেলের। গুলি লেগেছিল দোকান মালিক ও এক কর্মচারীরও।