রবিবারও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
Updated By: Oct 22, 2017, 11:25 AM IST
নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশে সরে গেছে নিম্নচাপ। এর ফলে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হচ্ছে। তবে রবিবারও উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে নিম্নচাপ সরে যাওয়ার পরই বাতাসে হেমন্তের রেশ। শীতের হাল্কা আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
নিম্নচাপের বৃষ্টিতে শুধু যে জনজীবন বিপর্যস্ত, তাই নয়। নিম্নচাপের ধাক্কায় মাছবাজারেও সঙ্কট। ঝোড়ো আবহাওয়ায় কয়েকদিন ধরে মাছ ধরতে যেতে পারেননি মত্স্যজীবীরা। ঝড়ের দাপটে ভেঙেছে ট্রলার। ঘরবন্দি দক্ষিণ ২৪ পরগনার বহু মত্স্যজীবীরা। আকাশের মেঘ না কাটলে কবে তারা মাছ ধরতে যেতে পারবেন, তা নিয়েও তৈরি হয়েছে ঘোর সংশয়।
আরও পড়ুন, কলকাতার রাস্তায় ফের হেনস্থা অন ডিউটি ট্রাফিক সার্জেন্টকে