ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা

ওড়িশা উপকূলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত।

Updated By: Mar 16, 2018, 08:00 PM IST
ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। কোথাও শুধুই মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার ঝিরঝিরে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টাও পরিস্থিতি থাকবে এরকমই। খুব বেশি হেরফের ঘটবে না।

আরও পড়ুন, অ্যাম্বুল্যান্সে 'ডাক্তার' সেজে এসি মেকানিক! মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ৪৮ ঘণ্টায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। এর জেরে হাল্কা বৃষ্টি হবে তিলোত্তমা সহ সংলগ্ন অঞ্চলে। পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, 'দাদা'র সঙ্গে 'বোনে'র নাকি 'অন্য' সম্পর্ক! বৌদির সন্দেহে আত্মঘাতী কিশোরী

আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। আর তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

.