আগ্নেয়াস্ত্র উদ্ধার রায়গঞ্জ থানার পুলিসের, গ্রেফতার ১

পুলিস সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের পর আরও একটি সিক্স রাউন্ড রিভালবার পিনাকির কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।

Updated By: Dec 21, 2017, 04:41 PM IST
আগ্নেয়াস্ত্র উদ্ধার রায়গঞ্জ থানার পুলিসের, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদন: একটি ইম্প্রোভাইজ নাইন এম এম পিস্তল, একটি রিভালবার ও  দুটি কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিস। ধৃতের নাম পিনাকি দাস গুপ্ত ওরফে জয়। গোপনসূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিস ধৃতকে রায়গঞ্জ শহরের চণ্ডীতলা থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন- প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরা পড়ায় সালিশিতে বিয়ে দিল মাতব্বররা

রায়গঞ্জ থানার আই সি সুমন্ত বিশ্বাস বলেন," গতকাল গোপনসূত্রে খবর ছিল যে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোয়াফেরা করছে। চণ্ডীতলা এলাকা থেকে পিনাকি দাসগুপ্ত নামে ওই ব্যক্তিকে একটি ইম্প্রোভাইজ নাইন এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।" পুলিস সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের পর আরও একটি সিক্স রাউন্ড রিভালবার পিনাকির কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। আদালতের কাছে ধৃত পিনাকি দাসগুপ্তকে ৫ দিনের পুলিসের হেফাজতে রাখার জন্য সময় চাওয়া হয়েছে।

আরও পড়ুন- গুজরাটে ১০০ শতাংশ, বাংলায় কত পাবে ভিভিপ্যাট?

.