তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের মধ্যে পড়ে বোমায় উড়ে গেল মাথার খুলি, রায়নায় নিহত যুবক

ফের উত্তপ্ত পূর্ব বর্ধমানের রায়নার জোত্সাদি গ্রাম। এবার তৃণমূলের ২ গোষ্ঠীর বোমাবাজিতে বেঘোরে প্রাণ গেল তরতাজা এক যুবকের। নিহত আনিসুর মল্লিক (২২)। শনিবার রাতে এই ঘটনার পর ঘর ছেড়েছেন গ্রামের পুরুষরা। 

Updated By: Jun 17, 2018, 01:34 PM IST
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের মধ্যে পড়ে বোমায় উড়ে গেল মাথার খুলি, রায়নায় নিহত যুবক

নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত পূর্ব বর্ধমানের রায়নার জোত্সাদি গ্রাম। এবার তৃণমূলের ২ গোষ্ঠীর বোমাবাজিতে বেঘোরে প্রাণ গেল তরতাজা এক যুবকের। নিহত আনিসুর মল্লিক (২২)। শনিবার রাতে এই ঘটনার পর ঘর ছেড়েছেন গ্রামের পুরুষরা। 

ঘটনার সূত্রপাত শনিবার বেলায়। ইদের দিন জোত্সাদি গ্রামে বেপরোয়া মোটরসাইকেল চালানোর অভিযোগ ওঠে স্থানীয় শামিম মল্লিক নামে এক যুবকের বিরুদ্ধে। রাতে এই নিয়ে সালিশি সভা বসে স্থানীয় তৃণমূল কার্যালয়ে। সালিশিতে হাজির ছিলেন সেলিম খান ও লালন শেখ নামে যুযুধান ২ গোষ্ঠীর দুই নেতা। সালিশি শেষ হতেই গ্রামে শুরু হয় মুহুমুর্হু বোমাবাজি। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন আনিসুর। বোমা লাগে তাঁর মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। 

রাতেই ঘটনাস্থলে পৌঁছয় রায়না থানার পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তারা। ওদিকে ঘটনার পর থেকেই থমথমে গোটা গ্রাম। রাতেই বাড়ি ছেড়েছেন গ্রামের পুরুষরা। চলছে পুলিসি টহলদারি। তবে তাতে আতঙ্কের আবহ কাটেনি। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিস। 

রবিবার সকালের কয়েক পশলায় স্বস্তি খুঁজছে দক্ষিণবঙ্গবাসী

ওদিকে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন স্থানীয় দলীয় বিধায়ক নেপাল ঘরুই। তাঁর দাবি, গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা। এই নিয়ে গত এক সপ্তাহে রাজনৈতিক বিবাদে পূর্ব বর্ধমানে প্রাণ গেল ২ জনের। ভাস্কর মুখোপাধ্যায় পুলিস সুপারের দায়িত্ব নেওয়ার ২ দিন পর পূর্ব বর্ধমানের বিল্বগ্রামে খুন হন তৃণমূলের অঞ্চল সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে বোমার আঘাতে প্রাণ গেল নীরিহ আনিসুরের। 

.