Burdwan: খাওয়াদাওয়ার এলাহি আয়োজন, পঞ্চায়েত অফিসেই তৃণমূল উপ-প্রধানের 'আইবুড়ো ভাত'!
প্রধান নিজেই রীতিমাফিক উপ-প্রধানে দইয়ের ফোঁটা পরিয়ে দিলেন। পঞ্চায়েত সদস্যদের কেউ মুখে তুলে দিলেন মাছের মাথা, তো কেউ আবার পায়েস!
অরূপ লাহা: সপ্তাহ খানেক বাদেই বিয়ে উপপ্রধানের। শিকেয় উঠল কাজকর্ম। পঞ্চায়েত অফিসেই 'আইবুড়ো ভাতে'র আয়োজন করলেন প্রধান ও পঞ্চায়েত সদস্য়দের একাংশ। হুগলির তারকেশ্বরের পর এবার পূর্ব বর্ধমানের জামালপুর।
ঘটনাটি ঠিক কী? পূর্ব বর্ধমানের জামালপুর ১ পঞ্চায়েতটি তৃণমূলের দখলে। সদস্য সংখ্যা ১৪। বেশিরভাগ সদস্যই আবার মহিলা। পঞ্চায়েতের প্রধান ডলি সাহা, আর উপ-প্রধান সাহাবুদ্দিন মণ্ডল। বিরোধীদের অভিযোগ, খাতায়-কলমে ডলি প্রধান হলেও, পঞ্চায়েত দণ্ডমু্ণ্ডের কর্তা উপ-প্রধান সাহাবুদ্দিনই। পঞ্চায়েত অফিস লাগোয়া সেলিমাবাদ গ্রামে থাকেন তিনি।
আগামী ৫ জুলাই বিয়ের ঠিক হয়েছে সাহাবুদ্দিনের। শুক্রবার একেবারে পঞ্চব্যঞ্জন সাজিয়ে উপ-প্রধানকে 'আইবুড়ো ভাত' খাওয়ানো হল পঞ্চায়েত অফিসেই! প্রধান নিজেই রীতিমাফিক উপ-প্রধানে দইয়ের ফোঁটা পরিয়ে দিলেন। পঞ্চায়েত সদস্যদের কেউ মুখে তুলে দিলেন মাছের মাথা, তো কেউ আবার পায়েস! অফিসে নিজের চেয়ার বসেই 'আইবুড়ো ভাতে'র অনুষ্ঠান উপভোগ করলেন জামালপুর ১ পঞ্চায়েতে উপ-প্রধান সাহাবুদ্দিন।
কীভাবে এমন ঘটনা ঘটল? জামালপুরের BDO শুভঙ্কর মজুমদার বলেন, 'আমার কিছু জানা নেই। এই ঘটনা কখনই বাঞ্জনীয় নয়। খোঁজ নিয়ে দেখব'। জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাসের অবশ্য় দাবি, 'সবটাই মিথ্যা প্রচার। আইবুড়ো ভাতের অনুষ্ঠান নয়, দুপুরে পঞ্চায়েত অফিসে বসে ভাত খাচ্ছিলেন উপ-প্রধান'। 'এটাই তৃণমূলের আসল রূপ', কটাক্ষ করতে ছাড়েননি স্থানীয় বিজেপি নেতা মৃত্যুঞ্জয় দাস।