টানা ৫দিন দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও বৃষ্টি, কোনদিন কোথায় কত কিমি বেগে ঝড় দেখে নিন

দিন ও ঝড়ের গতিবেগ নির্দিষ্ট করে বলে দিল আলিপুর আবহাওয়া দফতর। দেখে নিন এক ঝলকে...

Reported By: প্রিতম দে | Updated By: May 31, 2020, 09:25 AM IST
টানা ৫দিন দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও বৃষ্টি, কোনদিন কোথায় কত কিমি বেগে ঝড় দেখে নিন

নিজস্ব প্রতিবেদন:  আকাশের মুখ ভার। কালো করে ঘনিয়ে আসা মেঘ আর সঙ্গে ঝড়ো হাওয়া। কিছুক্ষণের মধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি। ছুটির সকালটা শুরু হল এইভাবেই। তবে হাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী ও ঝড়বৃষ্টি হতে চলেছে। দিন ও ঝড়ের গতিবেগ নির্দিষ্ট করে বলে দিল আলিপুর আবহাওয়া দফতর। দেখে নিন এক ঝলকে...
১জুন, সোমবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।
মঙ্গলবার ৪০থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বইতে পারে
তারপরে ৪জুন পর্যন্ত ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে থাকবে বৃষ্টি।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়ের পূর্বাভাস রয়েছে।
এটা কি আদৌ প্রাক বর্যার বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা, তাই  পশ্চিমবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।
 বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বলে গরম থাকলেও মাঝেমধ্যেই  ঝড় বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও আমফান শক্তিশালী করেছে মৌসুমী বায়ুকে। ইতিমধ্যেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে বর্ষা। ফলে কালবৈশাখীর দোসর প্রাক বর্ষার বৃষ্টি।
মে মাসের শেষ জুন মাসের শুরু। এসময় সাধারণত গরম থাকে। উত্তর ভারত জুড়ে তাপপ্রবাহ চলছে। বঙ্গে কিছুটা হলেও কালবৈশাখী এবং প্রাক বর্ষার বৃষ্টির ফলে গরম অনুভূত হলেও ততটা হবে না। কালবৈশাখী আর বৃষ্টির কারণে অস্বস্তিবকর গরমের থেকে একটু হলেও স্বস্তি পাবে বাংলা।

.