Shantanu Thakur: 'তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোট নয়', পোস্টারে ছয়লাপ বনগাঁ স্টেশন!
তৃণমূলের লোকেরাই এই পোস্টার লাগিয়েছে। দাবি বিজেপির। এটা বিজেপির অন্তর্কলহের ফল। পালটা তৃণমূল।
মনোজ মণ্ডল: "তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোট নয়" লেখা পোস্টার পড়ল বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায়। বুধবার সকালে বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় একাধিক পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা "তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোট নয়" এবং "কল্যাণী এইমস-এর তোলাবাজ শান্তনু ঠাকুর নিপাত যাক। শান্তনু ঠাকুর তুমি ৫ বছরে করেছো কী? চাকরি বিক্রি ও তোলাবাজি ছাড়া আবার কী?" পোস্টারের নীচে লেখা, "বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি।"
এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল বলেন, আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল থর থর করে কাঁপছে। এটা তৃণমূল কংগ্রেসের লোকেরাই ভুয়ো পরিচয় দিয়ে পোস্ট করছে। তৃণমূলের লোকেরাই এই পোস্টার লাগিয়েছে। এতে কোনও লাভ হবে না। এই জেলার মানুষ তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য।
যদিও এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন," তৃণমূল এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে না। মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করে। এটা বিজেপির অন্তর্কলহ বা গোষ্ঠী কোন্দলের ফল। বনগাঁ জেলায় বিজেপিতে দেখা যায় এক গোষ্ঠী কোনও অনুষ্ঠান করলে অন্য গোষ্ঠী পালটা কর্মসূচি নিচ্ছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এবার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই জয়ী করবে।"
প্রসঙ্গত, শনিবার প্রথম দফায় দেশজুড়ে ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যার মধ্যে বাংলারও ২০ জন প্রার্থী রয়েছে। এখন প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর, জেলায় জেলায় মাথাচাড়া দিয়েছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। প্রার্থীর বিরুদ্ধে অসন্তোষ। এখন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পোস্টারের পিছনে কি বিজেপির-ই অন্তর্কলহ নাকি তৃণমূলের ষড়যন্ত্র, তা প্রশ্নসাপেক্ষ।
আরও পড়ুন, Khagen Murmu: 'চোর, বেইমান, ভেলকিবাজ' খগেন মুর্মু! বেনজির আক্রমণ বিজেপি প্রার্থীকে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)