TMC-র হিংসা বন্ধ না হলে এবার পাল্টা আঘাত, হুঁশিয়ারি BJP বিধায়কের

ভোটের ফল প্রকাশ হওয়ার পর দুর্গাপুর ও তার আসপাশের এলাকায় হিংসা ছড়িয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই হামলার শিকার বিরোধীরা

Updated By: May 8, 2021, 02:31 PM IST
TMC-র হিংসা বন্ধ না হলে এবার পাল্টা আঘাত, হুঁশিয়ারি BJP বিধায়কের

নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তি হিংসার সরেজমিনে তদন্ত করে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রের ৪ সদস্যের প্রতিনিধি দল। আজ ওই দল গিয়েছে বীরভূমে। পাশাপাশি হিংসা নিয়ে রিপোর্ট না দেওয়ায় মুখ্যসচিবকে ডেকে পাঠালেন রাজ্যপাল। এর মধ্যেই হিংসা বন্ধ না করলে পাল্টা প্রতিরোধের হুমকি দিলেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন-করোনা আক্রান্তের চিকিৎসায় ২ লক্ষ টাকা নগদে, নতুন নির্দেশিকা আয়কর দফতরের

কর্মী-সমর্থকদের উপরে হামলার প্রতিবাদে শনিবার সকালে দুর্গাপুর(Durgapur) পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘড়ুইয়ের নেতৃত্বে দুর্গাপুর থানার বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। বিধায়কের দাবি, সত্ত্বর তৃণমূলের সন্ত্রাস বন্ধ করতে হবে। হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে পাল্টা আঘাতের রাস্তায় নামবে বিজেপি। পাশাপাশি রাস্তায় নেমেও প্রতিবাদ করবে বিজেপি।

আরও পড়ুন-ভোট মিটতেই শুদ্ধিকরণ, সাসপেন্ড পূর্ব মেদিনীপুরে TMC-র ২ শীর্ষ নেতা

উল্লেখ্য, ভোটের ফল প্রকাশ হওয়ার পর দুর্গাপুর ও তার আসপাশের এলাকায় হিংসা ছড়িয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই হামলার শিকার বিরোধীরা। এনিয়ে জেলা তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় হামলার কথা অস্বীকার করে বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এরাজ্যে এসে গরম গরম কথা বলে মানুষকে উত্তেজিত করে গিয়েছে। তার ফলেই গন্ডগোল হচ্ছে।

.