'ভোট পরবর্তী হিংসা' পুলিসি পক্ষপাতিত্বের অভিযোগ খতিয়ে দেখতে নন্দীগ্রামে মানবাধিকার কমিশনের দল
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল।
নিজস্ব প্রতিবেদন: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের তিন সদস্যের (National Human rights Commission) প্রতিনিধি দল। নন্দীগ্রামের ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল। এদিন অভিযোগকারীদের সঙ্গেই সরাসরি কথা বলতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল আসে নন্দীগ্রামে।
দলের নেতৃত্বে জাতীয় মহিলা কমিশনের সদস্য রাজুল বেন এল দেশাই এদিন বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে এখানে এসেছি। অনেক অভিযোগ জমা পড়েছে। তাদের সঙ্গে সরাসরি কথা বলতেই এখানে আসা। যাঁদের সঙ্গে অন্যায় হয়েছে তাঁরা প্রতিবাদে মুখর হতেই পারেন।
আরও পড়ুন, ডাক্তারির পাশাপাশি সমানে করেছেন রাজনীতিও, এবার মোদী মন্ত্রিসভায় সুভাষ সরকার
জেলা পুলিস সুপার, অতিরিক্ত জেলা পুলিস সুপার, হলদিয়ার মহকুমা পুলিস আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল। তৃণমূল কংগ্রেসের দুই প্রতিনিধি দলও লিখিত অভিযোগ দায়ের করেন।
এইদিন একাধিক আক্রান্ত মানুষদের সঙ্গেও কথা বলেন কমিশনের প্রতিনিধিরা। সেদিন ঘটনা ঘটার পর তাঁরা পুলিসের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল কিনা বা কোন ব্যবস্থা গ্রহন করেছিল কিনা সে বিষয়ে খোঁজখবর নেন কমিশন।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রিপোর্ট তলবের পর পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরেও ভোটের পর হিংসায় আক্রান্তদের থেকে রিপোর্ট তলব করতে যাওয়া হবে বলে জানান জাতীয় মহিলা কমিশনারের সদস্যরা।