১৫ জন পড়ুয়া নিয়ে নয়ানজুলিতে উল্টে গেল পুলকার, গ্রিন করিডরে আহতের আনা হয়েছে SSKM-এ
শুক্রবার শ্রীরামপুরের দিক থেকে চুঁচুড়া খাদিনামোড়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
নিজস্ব প্রতিবেদন: ফের দুর্ঘটনার কবলে পুলকার। এবার ঘটনাস্থল পোলবার কামদেবপুরে। শুক্রবার শ্রীরামপুরের দিক থেকে চুঁচুড়া খাদিনামোড়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। এদিন পনেরোজন বাচ্চা সমেত নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। চালক-সহ পাঁচজন গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনার পর চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে দুইজনকে। পুলিস জানিয়েছে বেআইনিভাবে চলছিল ওই পুলকারটি।
আরও পড়ুন: স্ত্রী-এর গলার নলি কেটে খুনের অভিযোগ, পলাতক অভিযুক্ত যুবক
আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন বিধায়ক অসীত মজুমদার। পনেরোজন পড়ুয়া সমেত নয়ানজুলিতে গাড়ি। জানা গিয়েছে বাকি তিন ছাত্রের অবস্থা গুরুতর। তাঁদের অবিলম্বে কলকাতার sskm-এ আনা হচ্ছে। সে কারণে রাজ্য পুলিসের সহায়তায় ইতিমধ্যেই দিল্লি রোডে গ্রিন করিডোর তৈরি করে তাঁদের আনা হয়েছে। ৫২ মিনিটে ৫৮ কিলোমিটার পাড়ি দিয়েছে পুলকার। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহত তিন ছাত্রের অবস্থা স্থিতিশীল।