অবরোধ তুলতে জলপাইগুড়ি গোশালা মোড়ে পুলিসের লাঠিচার্জ

জলপাইগুড়ি গোশালা মোড়ে অবরোধ তুলতে লাঠিচার্জ করল পুলিস।  সকালে গোশালা মোড়ে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বনধ সমর্থনকারীরা। জলপাইগুড়ি রোড স্টেশন লাগোয়া ডেঙ্গুয়াঝার চা বাগানের শ্রমিকরা স্থানীয় দোকান পাট বন্ধ করতে গেলে বাধা দেয় পুলিস।  পুলিসের বাধা পেয়ে অতিরিক্ত পুলিস সুপার ইন্দিরা মুখার্জীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বনধ সমর্থকরা। এরপরেই বনধ সমর্থনকারীরা মিছিল করে গোশালা মোড়ে গিয়ে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। বিশাল পুলিস বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিস সুপার অমিতাভ মাইতি।  অবরোধকারীদের ওঠাতে লাঠিচার্জ করে পুলিস। প্রায় পঞ্চাশ মিনিটের মাথায় অবরোধ উঠে যায়। পুলিস ৩০ জনকে গ্রেফতার করেছে। (আরও পড়ুন- যৌথ ফোরামের ডাকে উত্তরবঙ্গের চার জেলায় চলছে ধর্মঘট)

Updated By: Jun 13, 2017, 02:41 PM IST
অবরোধ তুলতে জলপাইগুড়ি গোশালা মোড়ে পুলিসের লাঠিচার্জ
প্রতীকী

ওয়েব ডেস্ক: জলপাইগুড়ি গোশালা মোড়ে অবরোধ তুলতে লাঠিচার্জ করল পুলিস।  সকালে গোশালা মোড়ে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বনধ সমর্থনকারীরা। জলপাইগুড়ি রোড স্টেশন লাগোয়া ডেঙ্গুয়াঝার চা বাগানের শ্রমিকরা স্থানীয় দোকান পাট বন্ধ করতে গেলে বাধা দেয় পুলিস।  পুলিসের বাধা পেয়ে অতিরিক্ত পুলিস সুপার ইন্দিরা মুখার্জীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বনধ সমর্থকরা। এরপরেই বনধ সমর্থনকারীরা মিছিল করে গোশালা মোড়ে গিয়ে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। বিশাল পুলিস বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিস সুপার অমিতাভ মাইতি।  অবরোধকারীদের ওঠাতে লাঠিচার্জ করে পুলিস। প্রায় পঞ্চাশ মিনিটের মাথায় অবরোধ উঠে যায়। পুলিস ৩০ জনকে গ্রেফতার করেছে। (আরও পড়ুন- যৌথ ফোরামের ডাকে উত্তরবঙ্গের চার জেলায় চলছে ধর্মঘট)

.