সাপে কাটা নাবালিকাকে ভাসিয়ে দেওয়া হচ্ছিল কলার ভেলায়, দেহ উদ্ধার করল পুলিস
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার গদখালির মজিদবাটি এলাকার ঘটনা
নিজস্ব প্রতিবেদন: সাপে কামড়ানোর পর রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে ওঝার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। কোথাও সাপের কামড়ে মৃত রোগীকে জলে ভাসিয়ে দেওয়ার খবর আসছিল রাজ্যের বিভিন্ন অংশ থেকে। এবার সেকরমই একটি প্রচেষ্টা ঠেকিয়ে দিল পুলিস।
আরও পড়ুন-কর্ম-যোগের জন্যই কি 'কর্মফল'! দানিশের মৃত্যুতে কটাক্ষ করে কী বললেন তসলিমা?
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার গদখালির মজিদবাটি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে খাওয়াদাওয়ার পর পর অন্যান্য দিনের মধ্যেই শুতে যায় মজিদবাটি এলাকার বাসিন্দা বছর সাতেকের সঙ্গীতা নস্কর। এদিন ভোরে সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করে জানতে পারে কোনওকিছু তাকে কামড়েছে।
ওই কথা শুনে সঙ্গে সঙ্গেই সঙ্গীতাকে বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন-রাত ৯টা পর বিধিনিষেধ ভাঙলে কড়া ব্যবস্থা নিন, জেলায় জেলায় নির্দেশ নবান্নের
এরপর পরিবারের লোকজন মৃতদেহটিকে নিয়ে চলে আসে বাড়িতে। আর বাড়িতে এনে ওই নাবালিকাকে চাদরে মুড়ে কলার ভেলায় চড়িয়ে ভাসানোর চেষ্টা করে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাসন্তী থানার পুলিস। সেষপর্যন্ত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)