কৃষ্ণনগরে অ্যাসিড হামলায় গ্রেফতার মূল অভিযুক্ত
আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
নিজস্ব প্রতিবেদন: ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। কৃষ্ণনগরে অ্যাসিড হামলার শিকার ছাত্রী। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। ধরা পড়েছে তার এক সঙ্গীও।
স্থানীয় সূত্রের খবর, দু'বছর আগে কৃষ্ণনগর ঘূর্ণি ঘরামি পাড়ার বাসিন্দা ভরতের সঙ্গে দীপ্তির সম্পর্ক তৈরি হয়। তাঁদের সম্পর্ক উভয়ের পরিবার মেনে না নেওয়ায় দীপ্তি একবার কীটনাশকও খেয়েছিল। শেষপর্যন্ত অবশ্য বিয়েও করেছিলেন দু'জনে। কিন্তু দাম্পত্য জীবন সুখের হয়নি।
আরও পড়ুন: বিডিও অফিস চত্বরে হামলা! পাঁশকুড়ায় 'আক্রান্ত' বিজেপি নেতা
মা-বাবার সঙ্গে যদি স্ত্রী-র বনিবনা না হয়! দীপ্তিকে তাঁর বাপের বাড়ি রেখে ভিনরাজ্যে কাজে চলে যান ভরত। পরবর্তীকালে তাঁদের সম্পর্কে চিড় ধরে। স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় বিচ্ছেদ হয়ে যায় ওই দম্পতির। ফের নতুন করে পড়াশোনা শুরু করে দীপ্তি। অভিযোগ, গতকাল অর্থাত্ বুধবার রাতে রাস্তায় রীতিমতো তাড়া করে প্রাক্তন স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে দিয়ে পালিয়ে যায় ভরত। অ্য়াসিড লাগে আশেপাশে আরও বেশ কয়েকজন গায়ে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রাতেই অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালান বেশ কয়েকজন। অবশেষে তাকে গ্রেফতার করল পুলিস।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)