পুলিসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রায়গঞ্জে

Updated By: Sep 9, 2017, 10:55 PM IST
পুলিসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রায়গঞ্জে

ওয়েব ডেস্ক : পুলিসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। আর তারই প্রতিবাদে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে বিক্ষোভ দেখালেন লরিচালক ও স্থানীয় বাসিন্দারা। ৩৪ নম্বর জাতীয় সড়ক ও রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের সংযোগস্থলে দীর্ঘদিন ধরেই পুলিসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব লরিচালকরা।

আরও পড়ুন- ফের রবিনসন স্ট্রিটের কঙ্কাল কাণ্ডের ছায়া; মৃত মায়ের সঙ্গে ৩ দিন কাটালেন ছেলে

শুক্রবার বেশ কয়েকজন লরিচালক ঘুষ দিতে অস্বীকার করেন। তখনই কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর জামালুদ্দিন লরিচালকদের মারধর করেন বলে অভিযোগ। এমনকি ডিউটিরত কনস্টেবলকেও তিনি মারধর করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরপরেই লরিচালক ও স্থানীয় বাসিন্দারা শিলিগুড়ি মোড়ে অবরোধ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌছয় বিশাল পুলিসবাহিনী। ঘটনাস্থলে আসেন এলাকার কাউন্সিলরও। তিনিও পুলিসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন।

.