Cooch Behar: জল্পেশকাণ্ডে শোকজ্ঞাপন মোদীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার সাহায্যও
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে আহতদেরও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: জল্পেশকাণ্ডে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে জানালেন, 'মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার আর্থিক সাহায্য় দেওয়া হবে'।
তখন অঝোরে বৃষ্টি পড়ছে। রবিবার সন্ধ্যায় কোচবিহারের শীতলকুচি থেকে পিক-অ্য়াপ ভ্যানে জল্পেশ মন্দিরে যাচ্ছিলেন একদল পুণ্যার্থী। শুধু তাই নয়, জেনারটরের সাহায্যে পিক-অ্যাপ ভ্য়ানে বাজানো হচ্ছিল ডিজে। আর তাতে ঘটে বিপত্তি।
আরও পড়ুন: Kalyani AIIMS Recruitment Scam: এইমসে নিয়োগ দুর্নীতি! মেয়ের পর বিজেপি বিধায়ক বাবাকে তলব সিআইডির
কেন? চ্যাংড়াবান্ধার কাছে আচমকাই চিৎকার করতে শুরু করেন যাত্রীরা। তড়িঘড়ি পিক-অ্যাপ ভ্যানটি থামান চালক। ততক্ষণে বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়েছেন অনেকেই। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত ১৬ জনের চিকিৎসার চলছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
An ex-gratia of Rs. 2 lakh each, from PMNRF, would be given to the next of kin of the deceased. Rs. 50,000 would be given to the injured: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 2, 2022
Distressed by the loss of lives due to a van getting electrocuted in Sitalkuchi, West Bengal. Condolences to the bereaved families. May the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 2, 2022
এদিকে গতকাল, সোমবার বিকেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছিলেন তিনি।
এদিন সকালে কোচবিহার থেকে শীতলকুচির উদ্দেশ্যে রওনা হন মন্ত্রী। শীতলকুচি বিডিও মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ চেক তুলে দেন তিনি। শ্রাবণ মাসের এখনও ২ সপ্তাব বাকি। দুর্ঘটনার পর জল্পেশ মন্দিরে যাওয়ার পথে ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। ওভারলোডিংয়ে বিষয়েও নদরদারি চলবে বলে জানিয়েছেন পুলিস সুপার দেবর্ষি দত্ত।
আরও পড়ুন: Ragging: ফের সরকারি স্কুলে ব়্যাগিং? খড়দহে বিক্ষোভ অভিভাবকদের