ফের রাজ্যে আসছেন PM Modi, ২২ ফেব্রুয়ারি হুগলিতে বড় জনসভা প্রধানমন্ত্রীর

রবিবার Hooghly-র সাংসদ লকেট চট্টোপাধ্যায় সভার মাঠ পরিদর্শন করেন।

Updated By: Feb 14, 2021, 05:35 PM IST
ফের রাজ্যে আসছেন PM Modi, ২২ ফেব্রুয়ারি হুগলিতে বড় জনসভা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন- আগামী ২২ ফেব্রুয়ারী হুগলিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ওই দিন দক্ষিণেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে হুগলির চুঁচু্ড়ায় সভা করবেন তিনি। সাহাগঞ্জের ডানলপ কারখানা ক্যাম্পাসের মধ্যে মাঠে হবে জনসভা। রবিবার বিকেলে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় মাঠ পরিদর্শন করেন। প্রথমে চুঁচু্ড়া কোর্টের মাঠ, চন্দননগর হাসপাতাল মাঠ ভাবা হয়েছিল প্রধানমন্ত্রীর সভার জন্য। শেষ পর্যন্ত ডানলপের মাঠেই প্রধামন্ত্রীর জনসভা হবে বলে ঠিক করেছে বিজেপি নেতৃত্ব। 

শনিবার BJP-র রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সহ সভাপতি প্রতাপ বন্দোপাধ্যায়রা এসেছিলেন সভাস্থল দেখতে। রবিবার Hooghly-র সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেলা বিজেপি অফিসে তিন সাংগঠনিক জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করেছেন। পরে সভার মাঠ পরিদর্শন করতে এসে তিনি জানান, প্রধানমন্ত্রী সভা করবেন বলে মাঠ পরিদর্শন করা হল। বিজেপি কর্মী, সমর্থকদের মধ্যে এখন থেকেই ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। হেস্টিংস-এ বিজেপি কার্যলয়ে বিক্ষোভ নিয়ে লকেট বলেন, দক্ষিণ ২৪ পরগনার বিজেপি কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়ায় কিছু বিজেপি কর্মি এসেছিল। আমরা বলেছি, সবাই থাকবেন। কোনো বিক্ষোভ হয়নি।

আরও পড়ুন-  Pulwama হামলার দুবছর পার, নিজের গ্রামে অনন্য সম্মান পেলেন শহিদ বাবলু সাঁতরা

মদন মিত্রর কুমরোর ঘ্যাট গান নিয়ে এদিন লকেট বলেন, ''খুব খারাপ লাগে বলতে, এরা রাজনীতিটাকে ডিজে রাজনীতি করে ফেলছে। আমরা মানুষের সেবার জন্য এসেছি। ডিজে বাজিয়ে কুমরো, পটল নিয়ে আমরা কাউকে সরাসরি ব্যঙ্গ করি না। অ্যাকশনে থাকি।'' ডানলপ কারখানা বন্ধ নিয়ে তিনি বলেছেন,''আমরা চাই সব কারখানা আবার খুলুক। কর্মসংস্থান হোক। মানুষ কাজ পাক। বিজেপি ক্ষমতায় এসে মানুষকে কাজ দেবে।'' এদিন আরও একবার তৃণমূল সরকারের সমালোচনা শোনা যায় তাঁর মুখে। ''রাজ্যের মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি চালু করেননি। আর পাঁচ টাকায় ডিম-ভাত দিয়ে খেলা দেখাচ্ছেন। আর এসব দুমাসের জন্য। ভোট মিটে গেলে সব কোথায় যায় দেখুন'', মা ক্যান্টিন চালু নিয়ে বলেন লকেট।

.