করোনা পরীক্ষার আগেই লুকিয়ে সত্কার করা হয়েছে দেহ, অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের, লাঠিচার্জ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে লাঠিচার্জ করতে হয় পুলিসকে। এই বিক্ষোভে সামিল হন স্থানীয় সিপিএম নেতৃত্বও।

Updated By: Apr 15, 2020, 12:32 PM IST
করোনা পরীক্ষার আগেই লুকিয়ে সত্কার করা হয়েছে দেহ, অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের, লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদন: করোনা পরীক্ষা হয়নি, তার আগেই মৃতদেহ সত্কার করার অভিযোগে তুলকালাম বাঁকুড়ায়।  পুরসভা, পুলিস ও জেলা প্রশাসনিক আধিকারিকদের সামনে বিক্ষোভ দেখালেন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে লাঠিচার্জ করতে হয় পুলিসকে। এই বিক্ষোভে সামিল হন স্থানীয় সিপিএম নেতৃত্বও।

করোনা প্রতিরোধে বাড়ি বাড়ি ঘুরে থার্মাল স্ক্রিনিং শুরু করল উত্তরপাড়া পুরসভা
ঘটনার সূত্রপাত বিষ্ণুপুরের বাকদাহ এলাকায় ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে। পরিবারের দাবি, ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ফিভার ওয়ার্ডে ভর্তি হন। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।  পরিবারের অভিযোগ, তাঁর করোনা পরীক্ষা করার আগেই দেহ পরিবারের হাতে তুলে না দিয়ে সোজা নিয়ে চলে যাওয়া হয় স্থানীয় শ্মশানে। সেখানে দেহ সত্কার করা হয়।
বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস।  প্রায় আড়াই ঘণ্টা পর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

.