Christmas: বাংলা জুড়ে রঙিন ক্রিসমাসের উষ্ণতা পোহাচ্ছেন ঘর-ছাড়া মানুষ...

Christmas: বড়দিন মানেই আনন্দ, বড়দিনের ছুটি মানেই ঘুরে বেড়ানো। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ট্যুরিস্ট স্পটে, বিভিন্ন জেলায় বড়দিনের খুশি মেখে বেরিয়ে পড়েছেন মানুষ।

Updated By: Dec 25, 2023, 12:18 PM IST
Christmas: বাংলা জুড়ে রঙিন ক্রিসমাসের উষ্ণতা পোহাচ্ছেন ঘর-ছাড়া মানুষ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়দিন মানেই আনন্দ, বড়দিনের ছুটি মানেই ঘুরে বেড়ানো। রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ট্যুরিস্ট স্পটে, বিভিন্ন জেলায় বড়দিনের খুশি মেখে বেরিয়ে পড়েছেন মানুষজন। উদযাপন করছেন ক্রিসমাস।

আরও পড়ুন:  Poush Mela 2023: তিন বছর পরে অবশেষে শান্তিনিকেতনে সূচনা মহর্ষির পৌষমেলার...

বড়দিনে সুন্দরবনে উপচে পড়ল পর্যটকদের ভিড়। সুন্দরবনের ঝড়খালি, পাখিরালা, সাতজেলিয়া, সজনেখালি ইত্যাদি বিভিন্ন জায়গায় উপচে পড়ল পর্যটকদের ভিড়। আবহাওয়া কনকনে ঠান্ডা নয়, বরং বেশ উপভোগ্যই--এর মধ্যে তাই পর্যটকদের বেড়ানো আরও মনোরম হচ্ছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে একবার দেখার আশায় কলকাতা ও কলকাতার বাইরে থেকে আসা পর্যটকরা ভিড় জমিয়েছেন সুন্দরবনে।

আজ, ২৫ ডিসেম্বরে পর্যটকদের ভিড় ডায়মন্ড হারবার, বকখালি, মৌসুনি দ্বীপ-সহ একাধিক স্পটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় বাড়ছে। হুগলি নদীর তীরবর্তী ডায়মন্ড হারবার কেল্লার মাঠে শীতের মিঠে রোদে পিকনিকের আমেজে কলকাতা-সহ দূরদূরান্তের মানুষ।

একেবারে দক্ষিণ থেকে একেবারে উত্তরেও ছবিটা এক। রাত বাড়তেই বড়দিনকে স্বাগত জানাতে মানুষের ঢল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি আসাম মোড় এলাকায় অবস্থিত সেন্ট ক্যাথিড্রাল চার্চ। গতকাল রাত বাড়তেই এই চার্চে মানুষের ঢল নেমেছিল। চার্চে একদিকে যেমন চলছে খ্রিস্টান ধর্মালম্বীদের বিশেষ প্রার্থনা, তেমনই অন্য দিকে চলছে অন্যান্য ধর্মালম্বী মানুষদের শ্রদ্ধাজ্ঞাপন। গতকাল রবিবার সন্ধে থেকেই শহরের চার্চগুলিতে নাচ-গান চলছিল। পাশাপাশি রাজবাড়ি পার্কে প্রচুর মানুষের ভিড় দেখা গিয়েছিল। আজও ছবিটা একইরকম। সবমিলিয়ে মানুষ একেবারে ফেস্টিভ মুডে।

বড়দিন উপলক্ষে সেজে উঠেছে ময়নাগুড়ি আইটি লেন। ময়নাগুড়ি আইটি লেন কার্নিভাল গ্রুপ তাদের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় বড়দিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠান আজ, সোমবার বড়দিনের সকাল থেকেই শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলবে। অনুষ্ঠানে থাকবে সঙ্গীত, থাকবে প্রায় ৫০০ বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা। হবে দুঃস্থদের মধ্যে কম্বলদান।

আরও পড়ুন: Christmas 2023: ৪ রংয়ের মোমবাতি যীশুকে, ১৫০ বছরের আসানসোলের স্যাক্রেড হার্ট ক্যাথিড্রাল গল্প বলে ইতিহাসের!

এসবের পাশাপাশি এ-অঞ্চলে ট্যুরিস্টদের ভিড়ও জমতে শুরু করেছে। পুরো শীতের ছুটিটা জুড়েই এখানে এরকম আবহ থাকবে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.