মণীশ খুন নিয়ে মন্তব্য নয়, মানুষকে সংযত থাকার পরামর্শ পুলিসের

পুলিস অপরাধের তদন্ত করছে এবং ব্যক্তিগত শত্রুতা-সহ সম্ভাব্য সমস্ত কারণ খতিয়ে দেখছে কারণ মৃতব্যক্তি কয়েকটি হত্যা ও হত্যার চেষ্টা মামলায় অভিযুক্ত ছিলেন। যথাযথ তদন্ত ছাড়াই কোন সিদ্ধান্তে উপনীত হবেন না।

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Oct 5, 2020, 03:10 PM IST
মণীশ খুন নিয়ে মন্তব্য নয়, মানুষকে সংযত থাকার পরামর্শ পুলিসের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বারাকপুরে খুনের ঘটনায় সাধারণ মানুষকে সংযত থাকার আবেদন জানিয়েছে পুলিস। তারা টুইট করে এই ঘটনা কিংবা মৃত ব্যক্তি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে। টুইটে লেখা আছে - গত সন্ধ্যায় ব্যারাকপুরের টিটাগড় এলাকায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। 

আরও পড়ুন: নিশ্চিদ্র পরিকল্পনা! পেশাদার খুনি নিয়ে এসেই খুন বিজেপি নেতাকে

পুলিস অপরাধের তদন্ত করছে এবং ব্যক্তিগত শত্রুতা-সহ সম্ভাব্য সমস্ত কারণ খতিয়ে দেখছে কারণ মৃতব্যক্তি কয়েকটি হত্যা ও হত্যার চেষ্টা মামলায় অভিযুক্ত ছিলেন। যথাযথ তদন্ত ছাড়াই কোন সিদ্ধান্তে উপনীত হবেন না। সোশ্যাল মিডিয়াতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার অর্থ তদন্তে হস্তক্ষেপ করা। দয়া করে এ থেকে বিরত থাকুন।  

যদিও ইতিমধ্যেই বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের তদন্তভার নিল সিআইডি। ঘটনাস্থলে পৌঁছেছেন তদন্তকারীদল। যদিও সিসিটিভি ফুটেজ বলছে একেবারে পেশাদার খুনী দিয়েই েই কাজ করানো হয়েছে। 

.