হাসপাতাল থেকে উধাও হয়ে গেলেন রোগী, অতিরিক্ত সুপারকে ঘিরে বিক্ষোভ
হাসপাতাল থেকে উধাও হয়ে গেলেন রোগী। ফলে ওই হাসপাতালেরই অতিরিক্ত সুপারকে ঘিরে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়েরা। উঠল তাঁর বিরুদ্ধে নিগ্রহেরও অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিস।উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা হাসপাতালের ঘটনা এটা। ২৪ মে বাহিনের হাটগ্রামের বাসিন্দা প্রাণদেব শর্মা হাসপাতালে ভর্তি হন।
ওয়েব ডেস্ক: হাসপাতাল থেকে উধাও হয়ে গেলেন রোগী। ফলে ওই হাসপাতালেরই অতিরিক্ত সুপারকে ঘিরে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়েরা। উঠল তাঁর বিরুদ্ধে নিগ্রহেরও অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিস।উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা হাসপাতালের ঘটনা এটা। ২৪ মে বাহিনের হাটগ্রামের বাসিন্দা প্রাণদেব শর্মা হাসপাতালে ভর্তি হন।
আরও পড়ুন কেতুগ্রামের তৃণমূল নেতা খুনে মুম্বই থেকে গ্রেফতার তৃণমূল নেতা!
রবিবার দুপুরে প্রাণদেবকে হাসপাতালে দেখে যান তাঁর পরিবারের লোকেরা। বাড়ি থেকে নিয়ে আসা খাবারও খান তিনি। কিন্তু, রাতে প্রাণদেববাবুকে আর বেডে পাওয়া যায়নি। হাসপাতাল কর্মীরা এর কোনও সদুত্তর দিতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়েরা।
আরও পড়ুন শালিমারে ট্রেলারের মধ্যে মহিলাকে কুপিয়ে খুনের চেষ্টা, রক্তাক্ত মহিলাকে উদ্ধার করল পুলিস