Train: কামরায় ধোঁয়ার গন্ধ! বেলদার কাছে ট্রেনে 'আগুন আতঙ্ক'

এক ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা হল ট্রেনটিকে।

Updated By: May 14, 2022, 08:19 PM IST
Train:  কামরায় ধোঁয়ার গন্ধ! বেলদার কাছে ট্রেনে 'আগুন আতঙ্ক'

নিজস্ব প্রতিবেদন: গন্তব্য তখনও অনেক দূরে। আচমকাই ট্রেন দাঁড়িয়ে পড়ল কেন? ধোঁয়া দেখে আতঙ্কিত পড়লেন যাত্রীরা। ঘটনাস্থল, পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশন।

জানা দিয়েছে, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে ওড়িশায় জাজপুর যাচ্ছিল ওই প্যাসেঞ্জার ট্রেনটি। যাত্রীদের দাবি, বেলদা স্টেশনে পৌঁছানোর পর, ট্রেনে ধোঁয়া গন্ধ পান তাঁরা। খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। নেকুড়সেনি স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে শুরু করেন রেলের ইঞ্জিনিয়াররা।

আরও পড়ুন:  Jalpaiguri: একদিকে বউ; অন্যদিকে প্রেমিকা, জেল থেকে ছাড়া পেতেই যুবককে নিয়ে টানাটানি ২ মহিলার

এদিকে ততক্ষণে ট্রেন থেকে নেমে পড়েছেন যাত্রীরা। ট্রেন থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এক ঘণ্টা পর গন্তব্যের দিকে রওনা দেন ট্রেন। ধোঁয়া বেরোচ্ছিল কেন? রেলের সূত্রে খবর, ট্রেনে যাত্রিক বিভ্রাটের কারণেই এই বিপত্তি।

আরও পড়ুন: Talk to Mayor: 'মেয়রকে বলো', প্রতি শনিবার ৩০টি ফোন ধরছেন গৌতম দেব, সঙ্গে সঙ্গে সমাধান!

এর আগে, একই ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের অম্বিকা কালনা স্টেশনে। সেবার কাটোয়া থেকে হাওড়া যাওয়ার পথে,  লোকাল ট্রেনে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। যথারীতি আতঙ্ক ছড়িয়ে পড়ে। অম্বিকা কালনা স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন রেলর ইঞ্জিনিয়াররা। এরপর যাত্রীদের নিয়ে ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন ট্রেনটি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.