২৪ ঘণ্টায় শিক্ষকদের ইংরাজির বেহাল দশা দেখে বিধানসভায় হতাশা প্রকাশ করলেন পার্থ

২৪ ঘণ্টার খবরের জেরে টনক নড়ল রাজ্য শিক্ষা দফতরের। প্রাথমিকের শিক্ষকদের ইংরাজির বেহাল দশা ২৪ ঘণ্টার পর্দায় দেখে হতাশা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, প্রাথমিকের শিক্ষকদের ইংরাজি প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা করবে রাজ্য সরকার।

Updated By: Nov 24, 2017, 04:08 PM IST
২৪ ঘণ্টায় শিক্ষকদের ইংরাজির বেহাল দশা দেখে বিধানসভায় হতাশা প্রকাশ করলেন পার্থ

নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টার খবরের জেরে টনক নড়ল রাজ্য শিক্ষা দফতরের। প্রাথমিকের শিক্ষকদের ইংরাজির বেহাল দশা ২৪ ঘণ্টার পর্দায় দেখে হতাশা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, প্রাথমিকের শিক্ষকদের ইংরাজি প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা করবে রাজ্য সরকার।

এদিন শিক্ষামন্ত্রী বিধানসভায় বলেন, গতকাল একটি টিভি চ্যানেলে শিক্ষকদের ইংরাজির হাল দেখে খারাপ লাগল। শুধু চাকচিক্য নয়, এসব কারণেও মানুষ বেসরকারি শিক্ষাব্যবস্থার দিকে ঝুঁকছে।

আরও পড়ুন - মোবাইল ব্যাঙ্কিংয়ে দারুণ সুবিধা নিয়ে আসছে এসবিআই

সঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, খুব তাড়াতাড়ি রাজ্যে ফিরবে পাশ-ফেল। কোন শ্রেণি থেকে এই ব্যবস্থা চালু হবে সেব্যাপারে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা চালাচ্ছে শিক্ষা দফতর। তবে এদিন মিড ডে মিল নিয়ে ভুরি ভুরি অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন পার্থবাবু। বলেন, বেনিয়ম রুখতে সতর্ক হতে হবে জনপ্রতিনিধিদের। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে স্কুলগুলির বাইরে রং করার নির্দেশ দেওয়া হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। 

 

.