বিদ্যাসাগরের মিউজিয়াম হবে কলেজে, দ্বিশত জন্মবার্ষিকীতে হবে নানা অনুষ্ঠান: পার্থ

বিদ্যাসাগর কলেজকে হেরিটেজ কলেজ ঘোষণার জন্য রাজ্য সরকারের কাছে শিক্ষা দফতর আবেদন করবে

Updated By: May 17, 2019, 08:20 PM IST
বিদ্যাসাগরের মিউজিয়াম হবে কলেজে, দ্বিশত জন্মবার্ষিকীতে হবে নানা অনুষ্ঠান: পার্থ

নিজস্ব প্রতিবেদন : বিদ্যাসাগর কলেজে এবার বর্ণপরিচয় স্রষ্টার মিউজিয়াম তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, বিদ্যাসাগরের সঙ্গে সম্পর্কিত সমস্ত জিনিস দিয়েই তৈরি হবে মিউজিয়ামটি।

শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার আগেই তাঁর লেখা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিল। বর্ণপরিচয় নতুনভাবে রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার পর কলেজকে আবার নতুন করে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যাসাগর কমিটি জানিয়েছে, এই বিষয়ে সম্পূর্ণ উদ্যোগ নেওয়া হবে। মূর্তি নতুন করে তৈরি হবে।

আরও পড়ুন, শমীক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুরে কমিশনে নালিশ বিজেপির

পাশাপাশি তৈরি হবে মিউজিয়াম। বিদ্যাসাগর কলেজকে হেরিটেজ কলেজ ঘোষণার জন্য রাজ্য সরকারের কাছে শিক্ষা দফতর আবেদন করবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দ্বিশত জন্মবার্ষিকীতে কলেজে নানা অনুষ্ঠান হবে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, যাঁরা এধরনের ঘৃণ্য কাজ করেছে, মানুষ তাঁদের ক্ষমা করবে না।

.