রাজ্য জুড়ে ৫৬৮ বুথে বুধবার পুনর্নির্বাচন, সিদ্ধান্ত কমিশনের
পর্যবেক্ষকদের রিপোর্ট আসার পর স্ক্রুটিনি করা হয় এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Updated By: May 15, 2018, 07:35 PM IST
নিজস্ব প্রতিবেদন: বুধবার রাজ্যের মোট ৫৬৮ বুথে তৃস্তর পঞ্চায়েতের পুনর্নির্বাচন হবে বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জেলা পর্যবেক্ষকদের (অবজার্ভার) রিপোর্টের ভিত্তিতেই এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দাবি কমিশনের। পর্যবেক্ষকদের রিপোর্ট আসার পর স্ক্রুটিনি করা হয় এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও পড়ুন- ‘শান্তিপূর্ণ’ ভোটে ৫০০ বুথে পুনর্নির্বাচনের সুপারিশ
দেখে নিন, কোন জেলায়, কতগুলি বুথে হতে চলেছে পুনর্নির্বাচন-
জেলা | বুথ সংখ্যা |
হুগলি | ১০ |
পশ্চিম মেদিনীপুর | ২৮ |
জলপাইগুড়ি | ০৫ |
কোচবিহার | ৫২ |
মুর্শিদাবাদ | ৬৩ |
পুরুলিয়া | ০৭ |
নদিয়া | ৬০ |
দক্ষিণ দিনাজপুর | ৩৫ |
পশ্চিম বর্ধমান | ৩ |
উত্তর ২৪ পরগনা | ৫৯ |
মালদা | ৫৫ |
বীরভূম | ৬ |
বাঁকুড়া | ৫ |
উত্তর দিনাজপুর | ৭৩ |
দক্ষিণ ২৪ পরগনা | ২৬ |
পূর্ব মেদিনীপুর | ২৩ |
আলিপুরদুয়ার | ২ |
ঝাড়গ্রাম | ০ |
পূর্ব বর্ধমান | ১৮ |
হাওড়া | ৩৮ |