বদলা! মাথায় গুলি, পঞ্চায়েত হিংসায় মাসুল গুনল ৩ বছরের শিশু

বিজেপির জয়ী প্রার্থী পুতুল মণ্ডল তৃণমূলকে সমর্থন করেন বোর্ড গঠনের সময়।

Updated By: Aug 30, 2018, 05:50 PM IST
বদলা! মাথায় গুলি, পঞ্চায়েত হিংসায় মাসুল গুনল ৩ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েতের বোর্ড গঠনায় হিংসায় এবার গুলিবিদ্ধ শিশু। গুলি লাগল ৩ বছরের শিশুর মাথায়। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকে। গুলি চলার ঘটনায় অভিযোগের মূল তীর বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে নিয়ে আসা হয়েছে শিশুটিকে।

আরও পড়ুন, কললিস্ট থেকে সিসিটিভি ফুটেজ! ডোমজুড়ে ব্যাঙ্ককর্মী খুনে 'রহস্যময়ী' নারী যোগ

জানা গেছে, মালদার মানিকচকে গ্রাম পঞ্চায়েতের মোট আসনসংখ্যা ১৮। তারমধ্যে ১০টি আসন পায় বিজেপি। তৃণমূল জেতে ৮টি আসনে। ফলে স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বোর্ড গঠন করতে যায় বিজেপি। কিন্তু, তখনই এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। আচমকাই বিজেপির জয়ী প্রার্থী পুতুল মণ্ডল তৃণমূলকে সমর্থন করেন। এরফলে বিজেপি ও তৃণমূল, উভয় দলেরই আসনসংখ্যা ৯-এ এসে দাঁড়ায়। সেই পরিস্থিতিতে কোন দল বোর্ড গঠন করবে, তা স্থির করতে টসের সিদ্ধান্ত নেওয়া হয়। টসে জিতে বোর্ড গঠন করে বিজেপি-ই।

আরও পড়ুন, পুলিস 'হ্যান্ডস আপ' বলতেই শাবল নিয়ে তেড়ে গেল চোর, তারপর...  

এদিকে, বিজেপি বোর্ড গঠন করার পরই দলীয় কয়েকজন কর্মী-সমর্থক হাজির হন পুতুল মণ্ডলের বাড়িতে। অভিযোগ, অস্ত্র নিয়েই পুতুল মণ্ডলের বাড়িতে ঢোকেন বিজেপি কর্মী-সমর্থকরা। কেন তৃণমূলকে সমর্থন করলেন? সেই রাগে বদলা নিতে যান তাঁরা। সেইসময়ই গুলিবিদ্ধ হয় পুতুল মণ্ডলের ৩ বছরের ছেলে। মাথায় গুলি লাগে ছোট্ট শিশুটির।

আরও পড়ুন, মা হতে চেয়েছিলেন! 'প্রেম' বাঁচিয়ে রাখতে স্ত্রী-কেই সরিয়ে দিলেন স্বামী

যদিও, এই ঘটনায় বিজেপি জড়িত নয় বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পাল্টা এই ঘটনায় তৃণমূলর ও মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তৃণমূলকে সমর্থনের বিষয়ে কোনও দলীয় নির্দেশ ছিল না। পঞ্চায়েতে স্থানীয়ভাবে বিভিন্ন 'সমীকরণ ও স্বার্থ' কাজ করে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

.