Panchayat Election 2023: বিজেপি বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা লাফিয়ে কত হবে, জানিয়ে দিলেন শুভেন্দু

Panchayat Election 2023:শুভেন্দুর ওই মন্তব্য নিয়ে  তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ২০১৬ সালেও আমি বিজেপিতে ছিলাম। সেইসময় যে ম্যানিফেস্টো লেখা হয়েছিল তখন আমাকে বলা হয়েছিল, লিখে দিন যেসব মেয়েরা দশম শ্রেণি পাস করবে তাদের একটি স্কুটি ও একটি কমপিউটার দিয়ে দেওয়া হবে

Updated By: Jun 25, 2023, 09:20 PM IST
Panchayat Election 2023: বিজেপি বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা লাফিয়ে কত হবে, জানিয়ে দিলেন শুভেন্দু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে সরকারের পাশাপাশি রাজ্যের গৃহবধূদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এনে শোরগোল ফেলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই একই পথে হাঁটার কথা শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামের এক সভায় শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের মহিলারা মাসে ৫০০ টাকা নয়, বিজেপির ক্ষমতায় এলে পাবেন মাসে ২০০০ টাকা।

আরও পড়ুন- নওশাদের বাড়িতে সিআইএসএফ টিম, আইএসএফ বিধায়কের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

কী বললেন শুভেন্দু অধিকারী? নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের শিব মন্দির মাঠে শুভেন্দুর সভা হচ্ছিল। সেখানে তিনি বলেন তাঁর কাছে অভিযোগ এসেছে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পরও বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরছে তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। শুভেন্দু বলেন, শুনে রাখুন, ওই টাকা রাজ্যের ট্যাক্সের টাকা। আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছেন ৫০০ নয় মাসে ২০০০ হাজার টাকা আমরা দেব। 

উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণার বিভিন্নভাবে এর বিরুদ্ধে সরব হন বিরোধী দলনেতা। কখনও টাকা ছড়িয়ে ভোটে কেনার অভিযোগ, কখনওবা ওই সামান্য পাঁচশো টাকা ভাতা নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়কে খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু। এবার ভোটের মুখে সেই লক্ষ্মীর ভাণ্ডারকেই হাতিয়ার করলেন বিরোধী দলনেতা।

শুভেন্দুর ওই মন্তব্য নিয়ে  তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ২০১৬ সালেও আমি বিজেপিতে ছিলাম। সেইসময় যে ম্যানিফেস্টো লেখা হয়েছিল তখন আমাকে বলা হয়েছিল, লিখে দিন যেসব মেয়েরা দশম শ্রেণি পাস করবে তাদের একটি স্কুটি ও একটি কমপিউটার দিয়ে দেওয়া হবে। আপনি লিখে দিন। আর ছেলেদের বাইক দেওয়া হবে। আমি বললাম কীভাবে এমন কথা লিখব? দিল্লির নেতার বলেছিলেন, আরে ক্ষমতায় তো আসব না। লিখতে কী অসুবিধে। এখানেও শুভেন্দু জানেন সেই কথা। দিলীপ ঘোষ বলেছেন ৫০০ টাকা নিয়ে বিক্রি হয়ে গিয়েছেন বাংলার মায়েরা। মায়েদের অসম্মান করেছেন। আজ বলছেন সেই বিক্রির দামটা করে দেবেন ২০০০ টাকা? মায়েদের ভিখিরি বলেছেন। আজ শুভেন্দু বলছেন ২০০০ টাকা দেব! ওদের এসব কথার কোনও মূল্য নেই। স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালতে কোনও বাধা নেই। শুভেন্দুর কথার নিন্দা করছি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.