Kurmi Movement: তৃণমূলের বিপদ! পঞ্চায়েতে কাকে সমর্থন, ঘোষণা আদিবাসী কুড়মি সমাজের

Kurmi Movement:তপসিলি উপজাতির মর্যাদার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মিরা। ইতিমধ্য়েই রেল-রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে তারা। পাশাপাশি তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে তাদের দাবিদাওয়া জানিয়েছেন কুড়মিরা

Updated By: Jun 15, 2023, 07:00 AM IST
Kurmi Movement: তৃণমূলের বিপদ! পঞ্চায়েতে কাকে সমর্থন, ঘোষণা আদিবাসী কুড়মি সমাজের

মনোরঞ্জন মিশ্র: পঞ্চায়েত নির্বাচনে শাসকদলকে কোনও মতেই সমর্থন নয় । কোনও রাজনৈতিক দলের প্রতীকে ভোট নয় । কুড়মিদের দাবিকে সমর্থনকারী নির্দল প্রার্থীদের সমর্থন করবে আদিবাসী কুড়মি সমাজ । ঘোষণা করলেন আদিবাসী কুড়মি সমাজ মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো । No ST, No Vote। কুড়মি সমাজের মানুষের দেওয়ালে চলছে দেওয়াল লিখন । কুড়মিদের দেওয়ালে সমস্ত রাজনৈতিক দলের দেওয়াল লিখন ও রাজনৈতিক প্রচার বন্ধ ।

আরও পড়ুন-সাইক্লোন বিপর্যয়ে উত্তাল সাগর; গভীরতা মাপতে জলে ঝাঁপ সাংবাদিকের, মনে করাবে চাঁদ নবাবকে

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে কোনও রাজনৈতিক দলের প্রতীকে ভোট না দেওয়ার ঘোষণায় বিপাকে পড়েছেন শাসক-বিরোধী উভয় রাজনৈতিক দলগুলি । জঙ্গলমহলে কুড়মি সমাজের ভোট একটা বড়ো ফ্যাক্টর। কুড়মিদের দাবি, পুরুলিয়া জেলাতেই প্রায় ২৩ শতাংশের বেশি ভোটার রয়েছে তাদের সম্প্রদায়ের । তাই এবার কুড়মিদের সমর্থন পেতে মরিয়া শাসক বিরোধী উভয় দলই । যদিও শাসক দলের দাবি, সমস্ত সমাজের মানুষের জন্য মমতা ব্যানার্জী কাজ করেছেন। মানুষ এই সকল বিষয়গুলো দেখেই ভোট দেবেন । অন্যদিকে বিজেপি নেতৃত্বের আশা কুড়মি সমাজ তাদেরই সমর্থন করবে ।

আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসক দল এবং অন্য কোনও রাজনৈতিক দলকে সমর্থন নয়। আদিবাসী কুড়মি সমাজের দাবিকে যারা সমর্থন করবে কিংবা নির্দল প্রার্থীদের সমর্থন করা হবে। 

এবিষয়ে একদিকে জেলা তৃনমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, সামাজিক আন্দোলন করতে বাধা নেই । কিন্তু রাজনীতির ক্ষেত্রে ভালো মন্দ বিচার করে মানুষ ভোট দেয় । এক্ষেত্রেও সেটাই হবে । সকল স্তরের মানুষের জন্য মমতা ব্যানার্জী কাজ করেছেন। মানুষ এই সকল বিষয়গুলো দেখে ভোট দেবেন । কুড়মিদের বিষয় কোনও ফ্যাক্টর নয়।"

অন্যদিকে জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা বলেন, "কুড়মিরা যথেষ্ট দায়িত্বশীল। তারা ভালোভাবে বোঝে কোনটা উচিত, কোনটা অনুচিত। আমরা কোনও সমাজকে কোনোদিন অসম্মান করিনি । আমাদের সকল সমাজের মানুষের সমর্থন প্রয়োজন । আমরা আবেদন রাখব নির্বাচনে যাতে আমাদের সমর্থন করেন । আমরা আশাবাদী কুড়মি এবং অন্যান্য সমাজ আমাদের ভোট দেবে।"

তপসিলি উপজাতির মর্যাদার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মিরা। ইতিমধ্য়েই রেল-রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে তারা। পাশাপাশি তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে তাদের দাবিদাওয়া জানিয়েছেন কুড়মিরা। তাদের সাফ কথা যারা তাদের দাবিকে সমর্থন করবে তাকেই পঞ্চায়েত ভোটে সমর্থন করবেন তারা। এদিকে, কুড়মি আন্দোলেন বাধা হয়ে দাড়িয়েছেন আদিবাসী সমাজের একাংশ। তারাও কুড়মিদের দাবির বিরোধিতা করে রাস্তায় নেমেছে। এনিয়ে একদিন বনধও হয়ে গিয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.