WB Assembly Election 2021: কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি মুর্শিদাবাদে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অভিযোগ, সেই সময় হঠাৎ-ই কিছু দুস্কৃতী এসে মারধর শুরু করে তাঁকে। এরপর তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় বরাত জোড়ে প্রাণে বেঁচে যান ওই কংগ্রেস কর্মী। ঘটনায় কান্দি থানার বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব। 

Updated By: Apr 5, 2021, 09:50 AM IST
WB Assembly Election 2021: কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি মুর্শিদাবাদে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি, লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই কংগ্রেস কর্মী। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত কান্দি লোহাপোটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , চঞ্চল বারিক নামে ওই কংগ্রেস কর্মী দেওয়াল লিখনের কাজ করেন। এদিন সেই কাজেই বেরিয়েছিলেন। তদারকি সেরে চায়ের দোকানে বসেছিলেন তিনি। 

অভিযোগ, সেই সময় হঠাৎ-ই কিছু দুস্কৃতী এসে মারধর শুরু করে তাঁকে। এরপর তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। লক্ষ্য ভ্রষ্ট হওয়ায় বরাত জোড়ে প্রাণে বেঁচে যান ওই কংগ্রেস কর্মী। ঘটনায় কান্দি থানার বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব। 

পাশাপাশি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কংগ্রেসের তরফে। একই সঙ্গে অভিযোগ কান্দি বাজারে আলুপট্টি এলাকায় এক বিজেপি সমর্থকের দোকানে হামলা চালায় তৃণমূলের দুস্কৃতীরা। এই ঘটনায় বিজেপি প্রার্থী ও বিজেপির স্থানীয় নেতৃত্ব ও এসে বিক্ষোভ দেখায় কান্দি থানার সামনে। যদিও ঘটনা অস্বীকার করেছে তৃণমূল।

.