তোলার আদায়ের প্রতিবাদ করায় পা ভাঙা হল ব্যবসায়ীর

কল্যাণীর আনন্দনগর এলাকার মাস্তান কাঞ্চা। বড় কাজের বরাত আছে। এমনই কল এসেছিল ইমারত ব্যবসায়ী গোবিন্দ ভুঁইঞার ফোনে। ছোট ছেলেকে নিয়ে রওনা হয়েছিলেন বাবা। পালপাড়ায় চড়াও হয় জনা পাঁচেক দুষ্কৃতী। অভিযোগ, গোবিন্দ ভুঁইঞার পকেট থেকে নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। হাতিয়ে নেয় মোবাইল ফোন। কাঞ্চার নেতৃত্বেই হামলা হয় বলে অভিযোগ।

Updated By: Dec 9, 2017, 10:14 PM IST
তোলার আদায়ের প্রতিবাদ করায় পা ভাঙা হল ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি:  তোলার টাকা দিতে অস্বীকার করেছিল ব্যবসায়ী পরিবার। রুখে দাঁড়িয়েছিল দুষ্কৃতী দৌরাত্ম্যের বিরুদ্ধে। তার চরম খেসারত দিতে হল ইমারত ব্যবসায়ীকে। মেরে দু পা ভেঙে দিল এলাকার মাস্তান। কল্যাণী থানায় অভিযোগ দায়ের।

আরও পড়ুন: 'ডাইনি' অপবাদ দিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

সেলুলয়েডের পর্দায় ভিলেন কাঞ্চাকে আমরা দেখেছি। বাস্তবের রুক্ষ মাটিতেও কাঞ্চারা আছে। তাদের দৌরাত্ম্যে ব্যবসা করাই দায়! তোলাবাজির দাপটে উপার্জনের রাস্তা হয়ে ওঠে অগ্নিপথ।

কল্যাণীর আনন্দনগর এলাকার মাস্তান কাঞ্চা। বড় কাজের বরাত আছে। এমনই কল এসেছিল ইমারত ব্যবসায়ী গোবিন্দ ভুঁইঞার ফোনে। ছোট ছেলেকে নিয়ে রওনা হয়েছিলেন বাবা। পালপাড়ায় চড়াও হয় জনা পাঁচেক দুষ্কৃতী। অভিযোগ, গোবিন্দ ভুঁইঞার পকেট থেকে নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। হাতিয়ে নেয় মোবাইল ফোন। কাঞ্চার নেতৃত্বেই হামলা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: কবে থামবে বৃষ্টি? উটকো বিপত্তি কাটিয়ে কবে শীতের আমেজ পাবে রাজ্য, জানাল হাওয়া অফিস

বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন ব্যবসায়ী। পরিণতি ভয়ঙ্কর। মেরে তাঁর দুটো পা-ই ভেঙে দেয় কাঞ্চা। ভাঙা পা নিয়ে তিনি এখন কল্যাণীর MJN হাসপাতালে ভর্তি।  এরপর কী অপেক্ষা করে রয়েছে আরো বড় বিপদ? আশঙ্কায় ব্যবসায়ী পরিবার।

.