একের পর এক মৃত্যু, করোনার কোপে প্রাণ গেল আরও এক চিকিৎসকের

বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান ডাঃ অর্ঘ্য সেন উত্তর ২৪ পরগনার মসলন্দপুরে বাসিন্দা। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ডিসান হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Oct 1, 2020, 09:25 PM IST
একের পর এক মৃত্যু, করোনার কোপে প্রাণ গেল আরও এক চিকিৎসকের
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনায় প্রাণ গেল আরও এক চিকিৎসকের। বৃহস্পতিবার কোভিড সংক্রমিত হয়ে মৃত্যু হল ৫১ বছর বয়সী জনপ্রিয় জেনারেল ফিজিশিয়ান ডাঃ অর্ঘ্য সেনের। এ পর্যন্ত প্রায় ৫১ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: করোনায় স্বাস্থকর্মীর মৃত্যুতে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ-সহ একাধিক দাবিতে পথে চিকিৎসকরা

বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান ডাঃ অর্ঘ্য সেন উত্তর ২৪ পরগনার মসলন্দপুরে বাসিন্দা। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ডিসান হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ৫১ বছর বয়সী এই চিকিৎসক বর্ধমান মেডিক্যাল কলেজের কৃতী ছাত্র ছিলেন। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন তিনি। অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয় ডিসানে।

সহকর্মীদের আক্ষেপ, প্রথমদিকে তেমনভাবে নিজের অসুস্থতা নিয়ে মাথা ঘামাননি এই চিকিৎসক। করোনা পর্বে নিজের এলাকায় রোগী দেখা বন্ধ করেননি। সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছেন এলাকার এই জনপ্রিয় চিকিৎসক। তবে শেষ রক্ষা হল না। করোনার কোপে প্রাণ হারালেন চিকিৎসক।

.