রাজনীতিতে এসে জঙ্গলমহলের দায়িত্ব নিতেই ১১ বছরের পুরনো মামলায় জেরা ছত্রধর মাহাতোকে!
ডিএসপি কাঞ্চন মিত্রের নেতৃত্বে NIA প্রতিনিধি দল জেরা চালাচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: এক দশকের বেশি পুরনো মামলায় ছত্রধর মহাতোকে ফের একদফা জিজ্ঞাসাবাদ শুরু করেছে NIA। শালবনি কোবরা ট্রেনিং ক্যাম্পে চার সদস্যের দল জিজ্ঞাসাবাদ করছে।
তৎকালীন জনসাধারণ কমিটির ২ সদস্য, ছত্রধরের সঙ্গী মৃণাল মহাতো ও চন্দ্রকান্ত মহাতোকে ডেকে পাঠিয়েছিল NIA। তাদেরকে প্রথমে পৃথক পৃথক ভাবে জেরা করা হয়। পরে ছত্রধরের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে। ডিএসপি কাঞ্চন মিত্রের নেতৃত্বে NIA প্রতিনিধি দল জেরা চালাচ্ছে।
ছত্রধর মাহাতোর প্রতিক্রিয়া, সম্প্রতি তিনি মূলস্রোতে ফিরেছেন। রাজনীতিতে ফিরেছেন, তৃণমূলে যোগ দিয়ে বড় দায়িত্বও পেয়েছেন। সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার তরফে তাঁর উপর এই চাপ তৈরি হচ্ছে।
আরও পড়ুন: কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি, নজিরবিহীনভাবে আত্মসমর্পণ ১ জঙ্গির
২০০৯ সালে জঙ্গলমহলের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন এবং ওই একই বছরে ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় প্রথম থেকেই অভিযোগের তির ছিল ছত্রধর মাহাতোর দিকে। জঙ্গলমহলের ওই দুটি নাশকতার মামলার তদন্তভার সম্প্রতি এনআইএ’র হাতে দিয়েছে কেন্দ্র। তারপরই তৎকালীন জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতোকে জেরার তোড়জোড় শুরু করেন তদন্তকারীরা।