Durgapur: বাথরুম থেকে ফিরে মা দেখলেন বিছানায় নেই সদ্যোজাত, তোলপাড় হাসপাতাল
শিশুটি চুরি গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। তবে এনিয়ে আতঙ্ক ছড়িয়েছে প্রসূতি বিভাগে
চিত্তরঞ্জন দাস: সরকারি হাসপাতাল থেকে উধাও হয়ে গেল সদ্যোজাত। এনিয়ে চরম উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
সোমবার পাণ্ডবেশ্বরের গোসাঁইডাঙ্গা থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন ভাদু সিং নামে এক মহিল। প্রসূতি বিভাগের ৪ নম্বর বেডে ভর্তি করা হয় ওই মহিলাকে। এদিন রাতেই এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মঙ্গলবার দুপুরে সন্তানকে বিছানায় রেখে বাথরুমে যান ভাদু। ফিরে এসে দেখেন বিছানায় শিশুটি নেই।
কাকে সন্দেহ? ওই মহিলার দাবি, সোমবার যখন ভর্তি হন তখন আগবাড়িয়ে তাঁকে হুইল চেয়ারে চাপিয়ে বেডে নিয়ে যেতে চেয়েছিলেন এক মহিলা। তিনিই সম্ভবত শিশুটিকে চুরি করেছে।
এদিকে, ওই ঘটনার পরই দুর্গাপুর টাউনশিপ থানায় জানানো হয় গেটা ঘটনা। কীভাবে একটি ব্যাস্ত হাসপাতাল থেকে শিশুটি চুরি গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। তবে এনিয়ে আতঙ্ক ছড়িয়েছে প্রসূতি বিভাগে। শিশু চুরির জন্য মহিলার পরিবারকেই দায়ি করেছেন হাসপাতালের সুপার ডা ধীমান মন্ডল। সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন-বাংলাকে অশান্ত করতেই ২১ জুলাই সভা বিজেপির, আদালতের শর্ত যেন মানা হয়: অভিষেক