Katwa: দু'দিনের শিশুর গলায় দুধ আটকে মৃত্যু; সন্ধে পর্যন্ত এল না ডাক্তার, মারাত্মক অভিযোগ কাটোয়া হাসপাতালে

Katwa: দু'দিনের শিশুর গলায় দুধ আটকে মৃত্যু; সন্ধে পর্যন্ত এল না ডাক্তার, মারাত্মক অভিযোগ কাটোয়া হাসপাতালে

Updated By: Sep 30, 2021, 12:26 PM IST
Katwa: দু'দিনের শিশুর গলায় দুধ আটকে মৃত্যু; সন্ধে পর্যন্ত এল না ডাক্তার, মারাত্মক অভিযোগ কাটোয়া হাসপাতালে

নিজস্ব প্রতিবেদন: বয়স মাত্র ২ দিন। সন্তানকে হারিয়ে বিপর্যস্ত রিমি ঘোষ। হাসপাতালের গেটে মারাত্মক অভিযোগ আনলেন সন্তানহারা মা। কাটোয়া মহকুমা হাসপাতালের ঘটনা।

আরও পড়ুন-Malda: বাড়ছে উদ্বেগ, জ্বর-সর্দি নিয়ে ভর্তি; মালদহে ৪ শিশুর শরীরে মিলল করোনাভাইরাস 

প্রসব বেদনা নিয়ে গত ২৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন নদিয়ার জুরানপুরের বাসিন্দা রিমি ঘোষ। জন্ম দেন এক সুস্থ সবল সন্তানের। কিন্তু বুধবার বেলা বারোটা নাগাদ ঘটে যায় অঘটন। দুধ খায়ানোর সময়ে শিশুর গলায় দুধ আটকে যায়। শুরু হয়ে যায় হেঁচকি। রিমির অভিযোগ, কর্তব্যরত নার্সকে বলেও কোনও কাজ হয়নি। সন্ধে পর্যন্ত চিকিত্সকের দেখা মেলেনি।

সন্ধেয় শিশুর অবস্থার অবনতি হলে তাকে এসএনসিইউতে স্থানান্তরিত করা হয়। রাতের দিকে মৃত্যু হয় শিশুটির। পরিবারের লোকজনের দাবি, নার্সদের গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশুটির। সন্তানকে হারিয়ে হাসপাতালে গেটে কান্নায় ভেঙে পড়েন রিমি ঘোষ। শিশুটির বাবা প্রসেনজিত্ ঘোষের দাবি, বুকে দুধ আটকে গেলেও ডাক্তারের অভাবে প্রাণ হারাল আমার সন্তান।

আরও পড়ুন- Fuel Price: পুজোর মুখে ফের দাম বাড়ল Petrol-Diesel-এর, জেনে নিন বিভিন্ন শহরে দাম

মৃত শিশুর পাশের বেডের রোগীর পরিবারের অভিযোগ, প্রসূতি বিভাগের নার্স, আয়ারা রোগীদের ঠিকমতো দেখে না। কোনও কথাই শোনে না। কিছু বলতে গেলে দুর্ব্যবহার করে। যদিও শিশুমৃত্যু নিয়ে নার্স-ডাক্তারের গাপিলতির কথা মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.