Siliguri District Hospital: উধাও সদ্যোজাত, জঞ্জালের সঙ্গেই ফেলে দেওয়া হল সরকারি হাসপাতালে!

Siliguri District Hospital: শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে উধাও সদ্যোজাত। বায়োমেডিক্যাল ওয়েস্টের সঙ্গে শিশুটি হারিয়ে যাওয়ার অনুমান কর্তৃপক্ষের। পরিবারের অভিযোগ, দুপুরের দিকে তাদের জানানো হয় মৃত সদ্যোজাতকে পাওয়া যাচ্ছে না৷ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। 

Updated By: Oct 17, 2024, 06:02 PM IST
Siliguri District Hospital: উধাও সদ্যোজাত, জঞ্জালের সঙ্গেই ফেলে দেওয়া হল সরকারি হাসপাতালে!

নারায়ণ সিংহ রায়: শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে উধাও সদ্যোজাত মৃত শিশু৷ বুধবার সন্ধ্যে নাগাদ এক প্রসুতিকে তার পরিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসে। প্রচন্ড পেটে যন্ত্রনা নিয়ে ভর্তি হলে , প্রাথমিকভাবে পরীক্ষায় জানা যায় প্রসূতির গর্ভেই বাচ্চাটির মৃত্যু হয়েছে। অস্ত্রোপচারের পর মৃত বাচ্চাটিকে সনাক্ত করানো হয় পরিবারের কাছে। বুধবার রতে পরিবারের লোকেরা বাচ্চাটিকে সনাক্ত করে হাসপাতালেই রেখে দেয়। বৃহস্পতিবার সকালে মৃত সদ্যোজাতকে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেখানেই বাধে গোল। শিলিগুড়ির জেলা হাসপাতাল থেকে উধাও সদ্যোজাত ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার দুপুরে তোলপাড় হাসপাতাল চত্বর। 

আরও পড়ুন- Missing Girls: ৫ মাসে নিখোঁজ ১৭ নাবালিকা সহ ৪৫, একের পর এক ঘটনায় শিউরে উঠছে...

পরিবারের অভিযোগ , "সকাল থেকে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ সময়ের পর সময় দিচ্ছে। দুপুরের দিকে তাদের জানানো হয় মৃত সদ্যোজাতকে পাওয়া যাচ্ছে না"৷ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মৃত বাচ্চাটির সন্ধান চালাচ্ছে পুলিস ও হাসপাতাল প্রশাসন৷ কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান , গতকাল প্রসবের পর মৃত বাচ্চাটি ট্রেতে রাখা ছিল। সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে বায়ো মেডিক্যাল ওয়েস্টের ব্যাগে চলে গিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সেই সময় যারা কর্মরত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত কমিটিকে দিয়ে তদন্ত করা হবে। 

পরিবারের পক্ষ থেকে এমডি এহেশাম বলেন ,  "গতকাল আমাদের জানানো হয়েছে বাচ্চাটি আগেই মারা গিয়েছে৷ মৃত বাচ্চা প্রসব হয়েছে৷ আমাদের সকলকে তা দেখানো হয়েছে৷ গতকাল প্রসবের পর চার ঘন্টা পর বাচ্চাটিকে আমাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের মানসিক পরিস্থিতি ঠিক ছিল না বলে আমরা আজ সকালে নেওয়ার কথা জানাই। সকাল থেকে হাসপাতালের বিভিন্ন মানুষ শুধু ঘুরিয়ে যাচ্ছে আমাদের। পরে গিয়ে তারা স্বীকার করল তারা বাচ্চাটিকে খুঁজে পাচ্ছে না । কুকুর বেড়ালের বাচ্চা নয় , মানুষের বাচ্চা কি করে হারিয়ে গেল ? এর উত্তর তাদের দিতেই হবে।"

আরও পড়ুন- Salman Khan | Somy Ali | Lawrence Bishnoi: পুরনো পাপ! লরেন্স বিষ্ণোইকে 'ভাই' পাতাতে চান সলমানের প্রাক্তন প্রেমিকা...

অন্যদিকে শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপার অমিত দত্ত বলেন , "মৃত বাচ্চা প্রসব হয়েছে৷ পরিবারকে তা দেখানো হয়েছে। তবে আজ সকাল থেকে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল ইন্টারনেটে সুইচ বন্ধ ছিল কাজেই সিসিটিভিতে তেমন কোন ফুটেজ পাওয়া যাচ্ছে না৷ তবুও খতিয়ে দেখা হচ্ছে । সকালে সাফাই কর্মীদের জিজ্ঞাসবাদ করা হচ্ছে। অনেক সময় বায়ো মেডিক্যাল ওয়েস্টের ব্যাগে রাখা হয়। কিন্তু তার রঙ আলাদা। সেখানেই কোন গোলমাল হয়েছে কি না সবটাই তদন্ত করা হচ্ছে৷ খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়টি৷ অবশ্যই গাফিলতি রয়েছে না হলে এই ধরনের ঘটনা ঘটত না।"

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.