TMC Inner Conflict: বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল? অনুব্রতের সামনেই এবার দলের কর্মীদের হাতাহাতি!
TMC Inner Conflict: গোরুপাচার মামলায় জামিন পেয়েছেন পুজোর আগেই। বীরভূমে ফিরেই অনুব্রত ঘোষণা করেছিলেন দুর্গাপুজোর পর ব্লকে ব্লকে নেতাকর্মীদের নিয়ে বিজয়ার সম্মেলনী করবেন অনুব্রত মণ্ডল। সেইমতোই মুরাইয় এক নম্বর ব্লকের পশুর হাট মাঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিজয়া সম্মেলনীতে যোগ দেন কেষ্ট। কবে? আজ, বৃহস্পতিবার। আর তাতেই তাল কাটল।
প্রসেনজিত্ মালাকার: বিজয়া সম্মিলনীতে তুমুল বিশৃঙ্খলা! মঞ্চে তখন খোদ অনুব্রত মণ্ডল। রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কর্মী সমর্থকরা। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ে।
আরও পড়ুন: Anubrata Mondal: 'কার জন্য মারামারি করবেন? কিসের জন্য করবেন?', জেলবন্দি কেষ্টর বাইরে বেরিয়েই হুংকার!
গোরুপাচার মামলায় জামিন পেয়েছেন পুজোর আগেই। বীরভূমে ফিরেই অনুব্রত ঘোষণা করেছিলেন দুর্গাপুজোর পর ব্লকে ব্লকে নেতাকর্মীদের নিয়ে বিজয়ার সম্মেলনী করবেন অনুব্রত মণ্ডল। সেইমতোই মুরাইয় এক নম্বর ব্লকের পশুর হাট মাঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিজয়া সম্মেলনীতে যোগ দেন কেষ্ট। কবে? আজ, বৃহস্পতিবার। আর তাতেই তাল কাটল।
আরও পড়ুন: Missing Girls: ৫ মাসে নিখোঁজ ১৭ নাবালিকা সহ ৪৫, একের পর এক ঘটনায় শিউরে উঠছে...
এদিকে গোরু পাচার মামলায় অনুব্রত তখন জেলে। লোকসভা ভোটের মুখে বীরভূমে বিধানসভা কেন্দ্র ভিত্তিক ৫ সদস্য়ের নয়া কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, কেষ্ট জেলার ফেরার পরেও কোর কমিটির উপরেই আস্থা রেখেছে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, জেলা সভাপতি থাকবেন অনুব্রতই। তবে আগের মতো সাংগঠনিক কাজ পরিচালনা করবেন কোর কমিটি সদস্যরা।
এদিন মুরারইয়ে বিজয়া সম্মিলনী কিন্তু গরহাজির ছিলেন কোর কমিটি তিন সদস্য় রামপুরহাটের বিধায়ক আশিষ বন্দ্য়োপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিত্ সিনহা ও জেলা পরিষদের সভাপধিপতি কাজল শেখ। এই পরিস্থিতিতে অনুব্রতের সামনে তৃণমূল কর্মীদের সংঘর্ষ গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)