গঙ্গাসাগরে পুণ্যস্নানে পুণ্যার্থীদের ঢল, তত্পর রাজ্য প্রশাসন
পৌষ সংক্রান্তিতে পুণ্যস্নানের জন্য সাগরে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা।
নিজস্ব প্রতিবেদন: আজ, সোমবার থেকে গঙ্গাসাগরে শুরু হয়ে গেল পুণ্যস্নান। পৌষ সংক্রান্তিতে পুণ্যস্নানের জন্য সাগরে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। জেলা প্রশাসনের সূত্রে খবর, পুণ্যস্নানের জন্য এখন পর্যন্ত প্রায় ১৬ লক্ষ পুণ্যার্থী পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরে।
আরও পড়ুন: দিঘায় হোটেলে ঢুকে টোটো চালকদের তাণ্ডব, লাঠি-বাঁশ দিয়ে বেধড়ক মার পর্যটকদের
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বিগত বেশ কয়েকদিন ধরে সাগরেই রয়েছেন। গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য আসা পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
৮০০টি সিসিটিভির সাহায্যে ৫০টি এলইডি স্ক্রিনে কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সেচ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা তৈরি থাকছেন। পুণ্যার্থীদের সুবিধার্থে থাকছে ৪০টি ই-কার ও ৬০টি হ্যান্ড রিকশা। এ ছাড়াও মেলা চত্বরে রয়েছে ৪০০টি শৌচালয়। গঙ্গাসাগরে দুর্ঘটনাগ্রস্ত পুণ্যার্থীদের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ওয়াটার অ্যাম্বুল্যান্স ও ক্রিটিকাল কেয়ার ইউনিটের ব্যবস্থাও রাখা হয়েছে পুণ্যার্থীদের জন্য।