Nadia Death: লুকিয়ে বিয়ের পর আদালতে মামলা, শেষপর্যন্ত কৃষ্ণনগরের লজে মিলল যুবকের ঝুলন্ত দেহ

বেঙ্গালুরুতে কাজ করতো বিজয়। সেখান থেকেই ফোনে পরিচয় হয় টুম্পার সঙ্গে। সেই সূত্রেই প্রেম ও লুকিয়ে বিয়ে

Updated By: May 31, 2022, 12:36 PM IST
Nadia Death: লুকিয়ে বিয়ের পর আদালতে মামলা, শেষপর্যন্ত কৃষ্ণনগরের লজে মিলল যুবকের ঝুলন্ত দেহ

অনুপ দাস: কৃষ্ণনগরের একটি লজ থেকে মিলল শহর লাগোয়া যাত্রাপুর এলাকার এক যুবকের ঝুলন্ত দেহ। গতকাল রাতে সে ছিল ওই লজে। সেখানে পাওয়া একটি সুইসাইড নোট থেকে এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে।

ওই সুইসাইড নোট থেকেই জানা যাচ্ছে, বাড়িতে লুকিয়ে করিমপুর বিধানসভা এলাকার মেয়ে টুম্পা রায় নামে এক তরুণীকে বিয়ে করে বিজয় গয়াল নামে ওই যুবক। বিয়ের পর তারা ছিল আসানসোলের কোনও একটি জায়গায়।

এদিকে, ওই বিয়ের পরই টুম্পার পরিবারের তরফে একটি অপহরণের মামলা করা হয় বিজয়ের বিরুদ্ধে। পুলিস বিজয়ের লোকেশন ট্র্যাক করে আসানসোল থেকে তাকে ও তরুণীকে তুলে এনে আদালতে পেশ করে। আদালতে উভয়কেই জামিন দেওয়া হয়। দুজনই যে যার নিজের বাড়ি চলে যায়। গতকাল ওই মামলার শুনানি ছিল। কিন্তু কোনও রায় হয়নি। চার মাস পরে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়।

বিজয়ের পরিবার সূত্রে খবর, আদালত থেকে বেরিয়ে বিজয়ের বাবা-মা বাড়ি গেলেও বিজয় রওনা দেয় বাইকে। কিন্তু সে বাড়ি না পৌঁছনোয় তাকে ফোন করা হলে সে বলে ওইদিন রাতে সে বাড়ি ফিরবে না। পরের দিন ফিরবে। মঙ্গলবার সে বাড়ি না যাওয়ায় বাড়ি লোকজন লজে চলে আসে। রুমে খোঁজ করতে গিয়ে দেখে গলায় ফাঁস দিয়ে ঝুলছে বিজয়।

পরিবারের তরফে আরও জানা গিয়েছে, বেঙ্গালুরুতে কাজ করতো বিজয়। সেখান থেকেই ফোনে পরিচয় হয় টুম্পার সঙ্গে। সেই সূত্রেই প্রেম ও লুকিয়ে বিয়ে। 

আরও পড়ুন-অবিশ্বাস্য জয়! ৪২ বছর বয়সে পুরুষদের ডাবলসের সেমিতে ভারতীয় তারকা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.